হোম > খেলা

ম্যানইউয়ের জয়ের নায়ক ডোরগু

স্পোর্টস ডেস্ক

লড়াইয়ে এগিয়ে ছিল নিউক্যাসল ইউনাইটেড। তবে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড- বল দখল, আক্রমণ রচনা থেকে গোলমুখে শট নেওয়া সব জায়গাতেই। তুলনামূলক খারাপ খেলেও জয় ছিনিয়ে নিয়েছে রেড ডেভিলরা। শুক্রবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অতিথি নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে ম্যানইউ।

এ ম্যাচ দিয়ে জয়ে ফিরল কোচ রুবেন আমোরিম। সবশেষ তিন ম্যাচে এটি তাদের প্রথম জয়। স্বাগতিকদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন প্যাট্রিক ডোরগু। তাতে ড্র আর হারের পর জয়ের সন্ধান পেল ইউনাইটেড। ১৮ ম‍্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেছে ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি।


ম্যাচের তৃতীয় মিনিটে ক্যাসেমিরোর মাথা ছোঁয়া বল জালে ঠিকানা খুঁজে পায়নি। ১১ মিনিটে বেনিয়ামিন শেশকোর শট লক্ষ‍্যভ্রষ্ট হয়। পরের মিনিটে গোল পেতে পারত নিউক‍্যাসল। তবে ব্রুনো গিমারাইসের হেড দর্শনীয় রিফ্লেক্সে রুখে দেন ইউনাইটেড গোলবারের অতন্দ্র প্রহরী সেন লামেন্স।


লড়াইয়ের ২৪ মিনিটে পোস্ট লক্ষ্য করে নেওয়া মাথেউস কুইয়ার শট মাঠের বাইরে পাঠিয়ে দেন নিউক‍্যাসল গোলকিপার অ‍্যারন রামসডেল। তবে ম্যানইউ পেয়ে যায় কর্নার। সেই কর্নার থেকেই সফরকারীদের জাল কাঁপিয়ে দেয় ইউনাইটেড। দালোতের লম্বা থ্রোয়িং বিপদমুক্ত করতে গিয়ে ব্যর্থ হয় নিউক‍্যাসল।

ক্ষিপ্রগতিতে এগিয়ে গিয়ে ডি বক্সে বাঁ পায়ের দারুণ এক ভলিতে পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে দেন ডোরগু। বলের গতিপথে নজর ছিল রামসডেলের। ঝাঁপিয়ে পড়েও বল রুখতে পারেননি। ইউনাইটেডের জার্সি গায়ে ডেনমার্কের লেফট ব‍্যাক ডোরগু এই প্রথম গোলের দেখা পেলেন।


নিজের জোড়া গোল পূর্ণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ডোরগু। ৩৪ মিনিটে ডান দিক থেকে কাছের পোস্টে নেন শট। তবে তার গোলপ্রচেষ্টা রুখে দেন রামসডেল। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হতেই শেশকোর গতিময় শট মাঠের বাইরে আছড়ে পড়ে ক্রসবারে লেগে।

ম্যাচের ৬২ মিনিটে নিউক‍্যাসলের লুইস হলের শটের সামনে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। শেষ মিনিটে সমতায় ফেরার চমৎকার এক সুযোগ মিস করেন লুইস মাইলি। পেনাল্টি স্পটের কাছ থেকে বল বাইরে পাঠিয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে।

একনজরে

ম্যানইউ ১-০ নিউক্যাসল

আর্সেনাল-সিটির জয়ের রাতে রোনালদোর ম্যাজিক

রানার হ্যাটট্রিকও জেতাতে পারেনি নোয়াখালীকে

মেলবোর্নের পিচ নিয়ে অসন্তুষ্ট স্টোকস-স্মিথরা

ফাইনালে মৌলভীবাজার-খুলনা ও ব্রাহ্মণবাড়িয়া-রংপুর

রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট খোয়ালো মোহামেডান

কোচ হারানোর শোক কাটিয়ে জিতল ঢাকা

জাকির শোকে মুহ্যমান ক্রিকেটাঙ্গন

মির্জার ব্যাটে চট্টগ্রামের জয়

মাঠেই বুকে ব্যথা, হাসপাতালে মারা গেলেন ক্রিকেট কোচ জাকি

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার কোচ