হোম > খেলা

সমর্থকদের চাপে বিশ্বকাপ টিকিটের দাম কমাল ফিফা

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নির্ধারণের পর সমর্থক থেকে শুরু করে সকলের তোপের মুখে পড়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ থেকে এবার সরে এলো সংস্থাটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফাইনালসহ প্রতিটি ম্যাচে সীমিত সংখ্যক টিকিট ৬০ ডলার মূল্যে বিক্রি করা হবে। খবর সংবাদ সংস্থা এপির।

এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সংস্থাটি তাদের অবস্থান থেকে সরে আসে। ফিফা জানিয়েছে, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ৬০ ডলারের ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ টিকিট রাখা হবে। অংশগ্রহণকারী দেশের ফুটবল ফেডারেশনগুলো ৪০০ থেকে ৭৫০টি পর্যন্ত এই ক্যাটাগরির টিকিট পাবে, যা তারা নিজেদের সমর্থকদের মধ্যে বণ্টন করবে।

এর আগে বিশ্বকাপের সূচি ও ড্র চূড়ান্ত হওয়ার পর প্রথম দফায় টিকিটমূল্য প্রকাশ করে ফিফা। তাতে জার্মান সকার ফেডারেশনের ঘোষিত দামে দেখা যায়, গ্রুপপর্বের টিকিটের দাম ১৮০ ডলার থেকে শুরু করে ৭০০ ডলার পর্যন্ত। ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয় ৪ হাজার ১৮৫ ডলার এবং সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার। এসব দাম নিয়ে ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

ক্যারির সেঞ্চুরিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দিন

নতুন ক্রীড়া উপদেষ্টার দুই মাসের টার্গেট

স্বাগতিক শাটলারদের ভরাডুবি, টিকে রইলেন শুধু গৌরব

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

কষ্টার্জিত জয়ে কোপা দেল রের শেষ ষোলোতে বার্সেলোনা

৬০ ডলার মূল্যের ‘সাপোর্টার টিকিট’ ঘোষণা ফিফার

মেসির হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

চোটে স্মিথ, ভাগ্য খুলল খাজার, সমানে সমান লড়ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

সুইজারল্যান্ডের চ্যালেঞ্জে কানাডা-কাতার

ক্লাব-বোর্ড দ্বন্দ্বে ‘খুন’ হচ্ছে ক্রিকেট