হোম > খেলা

রশিদকে মুক্তি দিলেন কুক

স্পোর্টস ডেস্ক

দ্য হান্ড্রেডে একটি বিব্রতকর রেকর্ড থেকে রশিদ খানকে মুক্তি দিলেন স্যাম কুক। ১০০ বলের টুর্নামেন্টটিতে এখন সবচেয়ে খরুচে ওভারের বিব্রতকর রেকর্ডটির মালিক বনে গেছেন গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া এই বোলার।

দ্য হান্ড্রেডে বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রেন্ট রকেটসকে ৬ উইকেটে হারিয়েছে ওভাল ইনভিন্সিবলস। লন্ডনের কেনিংটন ওভালে আগে ব্যাট করে ১৭১ রান তোলে রকেটস। জবাবে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওভাল।

জবাব দিতে নেমে বেশ চাপেই ছিল ওভাল। প্রথম ৬০ বলে ৭০ রান করে তারা। কিন্ত পরের দুই ওভারে (দ্য হান্ড্রেডে ৫ বলে ওভার) দৃশ্যপট পাল্টে যায়। ৬১ থেকে ৬৫- এই ৫ বলের সেটে ১৯ রান দেন ডেভিড উইলি। পরের ৫ বলে রকেটসের অবস্থা আরো ভয়াবহ। এ যাত্রায় বোলিংয়ে এসে ৩২ রান দেন কুক।

এর আগে দ্য হান্ড্রেডের গত আসরে এই রকেটসের হয়েই সাউদার্ন ব্রেভের হয়ে ৫ বলে ৩০ রান খরচ করেন রশিদ। একই দলের হয়ে এবার এই অস্বস্তিকর রেকর্ডটিকে আরো সমৃদ্ধ করলেন কুক।

যদিও শুরুটা দুর্দান্ত হয়েছিল তার। প্রথম ১০ বলে খরচ করেন মাত্র ৬ রান। কিন্তু শেষ ওভারটিতে ৩২ রান দিয়ে বিব্রতকর রেকর্ড গড়ার পাশাপাশি দলের হারের কারণ হয়েছেন এই ডানহাতি পেসার।

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা