বাংলাদেশ ফুটবল লিগ
বাংলাদেশ ফুটবল লিগে টানা তিন ম্যাচে জয়হীন মোহামেডান। আজ আবার ড্র করল তারা। পিছিয়ে পড়ার পর রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রহমতগঞ্জের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় এখন টেবিলের ছয় নম্বরে অবস্থান তাদের। তবে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থান মজবুত করল রহমতগঞ্জ। একই দিন ফর্টিস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ফর্টিস। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে ব্রাদার্স। অপর ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার শুরু থেকেই মোহামেডানকে চাপে রাখে রহমতগঞ্জ। ২৩ মিনিটেই রহমতগঞ্জের নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বু গোল করে দলকে এগিয়ে দেন। সলোমন কিংয়ের বাড়ানো বল জালে জড়িয়ে দেন লিম্বু। ১-০ গোলে পিছিয়ে পড়া মোহামেডান সমতায় ফেরে দ্বিতীয়ার্ধে। ৬৩ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফর মোজাফ্ফরভের পাস থেকে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড বোয়াটেং। ম্যাচে আগে গোল করে রহমতগঞ্জ উজ্জীবিত থাকলেও আর গোল করতে পারেনি। অন্যদিকে, কোনো মতে হার এড়াল কোচ আলফাজ আহমেদের দল মোহামেডান।
অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলার শুরুতে পিছিয়ে পড়ে ফর্টিসও। তবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করেছে তারা। ওমর বাবু পেনাল্টি থেকে গোল করলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে তারা।
অন্যদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। খেলার প্রথমার্ধে বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। ৫০ মিনিটে শিহাব মিয়া লাল কার্ড পেলেও ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও ফকিরেরপুলের জয় ঠেকাতে পারেনি পিডব্লিউডি। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল অষ্টম স্থানে উঠে এসেছে। আর ৭ পয়েন্ট নিয়ে টেবিলের নবম অবস্থানে পিডব্লিউডি।