হোম > খেলা

খেলা বয়কটের ঘোষণা, নির্ধারিত সময়ে হয়নি টস

বিপিএল

স্পোর্টস রিপোর্টার

বিসিবি পরিচালক এম নাজমুল হোসেন ক্রিকেটারদের নিয়ে গতকাল কটুক্তি করেন। এর প্রতিবাদে গতকাল রাতে তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তারা জানায়, এম নাজমুল হোসেন পদত্যাগ না করা পর্যন্ত সকল ধরনের খেলা বয়কট করবেন তারা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। খেলা বয়কট করায় নির্ধারিত সময়ে হয়নি বিপিএলের আজকে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচের টস।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালি এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা ছিল। কোয়াবের ঘোষণার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোন দল নির্ধারিত সময়ে মাঠে আসেনি। ফলে নির্ধারিত সময় অর্থাৎ সাড়ে ১২টায় হয়নি টস।

মাঠে ম্যাচ শুরুর সকল প্রস্তুতিই নিয়ে রাখা হয়েছে। প্রস্তুত ছিল মাঠ, ক্রিকেটারদের গা গরম করার সকল প্রস্তুতি। এছাড়া দর্শকদের জন্যও নির্ধারিত সময়ে খুলে দেওয়া হয় স্টেডিয়ামের গেট। তবে ক্রিকেটাররা মাঠে না আসায় নির্ধারিত সময়ে হয়নি টস। এমন কী নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াবে না এটাও নিশ্চিত।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে দিনের প্রথম ম্যাচ মাঠে না গড়ানোয় আজ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা।

এর মধ্যেই দুপুর ১ টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কোয়াব। সেখানে দেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে আজকের ম্যাচের ভাগ্য।

অব্যাহতি পেলেন নাজমুল, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

সব ধরনের দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি

বয়কটের সিদ্ধান্ত থেকে সরেননি ক্রিকেটাররা

দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে হেরে বিদায় রিয়ালের

পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

বিশ্বকাপ ভেস্তে যাওয়ার উপক্রম!

যুক্তরাষ্ট্রকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপিদের

নাজমুলের মন্তব্য বিসিবিও সমর্থন করে না

টিভিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচসহ আরও যত খেলা

বিসিবি পরিচালক নাজমুলের পদত্যাগের দাবিতে আলটিমেটাম