২০২৬ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত। ঠিক হয়েছে ফুটবলের বিশ্বমঞ্চের সূচিও। ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট কাটা দলগুলো জেনে গেছে তাদের গ্রুপ প্রতিপক্ষের বিষয়েও। ৪৮টি দল বিশ্বকাপ খেলবে ১২ গ্রুপে ভাগ হয়ে। ফুটবল মহাযজ্ঞের গ্রুপগুলো নিয়ে আমার দেশ-এর বিশেষ আয়োজনে আজ থাকছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে ‘সি’ গ্রুপে থাকা মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির শক্তিমত্তার বিশ্লেষণ।
ফুটবলে ব্রাজিল বলতেই সবার আগে আসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের তকমা। একসময় দুর্দান্ত প্রতাপশালী ব্রাজিল বর্তমান সময়ে খানিকটা ধূসরই যেন। তবে তাদের সাম্বার ছন্দ চলমান। আর সাম্বার ছন্দ আরেকবার দেখাতেই বিশ্বমঞ্চে পা পড়েছে সেলেসাওদের। তবে বিশ্বমঞ্চে আসাটা তাদের জন্য সহজ ছিল না। বাছাই পর্বে বেশ ধুঁকে মূল পর্বে জায়গা করে নেওয়া ক্রমেই কঠিন হয়ে গেলেও দক্ষিণ আমেরিকান অঞ্চলের লড়াইয়ে পাঁচে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল। ১৯৩০ সাল থেকে সব কটি বিশ্বকাপেই খেলার সুযোগ করে নিল দলটি।
ব্রাজিল বরাবরই শক্তিশালী দল। ২০২৬ সালেও ভালো কিছু করার প্রত্যয় নিয়ে মিশনে যাচ্ছে সেলেসাওরা। এবার তাদের মিশন হেক্সা অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ। আর এই লড়াইয়ে তারকা ভর্তি দল নিয়েই যাচ্ছে ব্রাজিল। দলের আক্রমণে রাফিনহা, ভিনিসিয়ুস, রদ্রিগো, এস্তেভাও, ম্যাথিয়াস কুনহার মতো প্লেয়ার আছেন। মাঝমাঠে জোয়াও গোমেজ, কাসিমেরো, আন্দ্রের মতো তারকা। রক্ষণে মিলিতাও, ভিতিনিহোরা এবং গোলপোস্টের নিচে আছেন এডারসন, আলিসনের মতো পরীক্ষিত তারকারা। সব মিলিয়ে ব্যালেন্সড দল নিয়েই যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর উদ্দেশে যাত্রা করবেন আনচেলত্তি।
এই গ্রুপে ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে মরক্কোকে। ২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছিল দলটি। খেলেছিল সেমিফাইনাল। যা তাদের ইতিহাসে সেরা সাফল্য। সময়ের সঙ্গে আরো ধারালো হয়েছে আফ্রিকার দেশটি। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে টানা ছয় ম্যাচ জিতে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে মরক্কো। তাদের দলের মূল ভরসা ফরাসি ও চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজিতে খেলা আশরাফ হাকিমি। এছাড়া ব্রাহিম দিয়াজ, আইয়ুব আল খাবি, ইউসুফ আন নেসারি, আমিনে আদিলরাও নিজেদের জায়গায় বেশ শক্তি প্রতিপক্ষ। ফলে এবারও মরক্কো নকআউট পর্বে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না।
স্কটল্যান্ড বিশ্বকাপের টিকিট কেটেছে ২৮ বছর পর। বাছাইয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে স্কটল্যান্ড। তারা পেছনে ফেলে এসেছে ডেনমার্কের মতো দলকে। এই দলে আছেন স্কট ম্যাকটমিনে ও র্যাসমুস হইলুন্ডের মতো খেলোয়াড়, যারা ইউরোপের ফুটবলে বেশ পরিচিত নাম। ফলে ব্রাজিল ও মরক্কোর মাঝে শক্ত প্রতিপক্ষ হিসেবেই আবির্ভাব হতে পারে স্কটিশদের। এই গ্রুপে শেষ দল হাইতি। লাতিন আমেরিকার দেশটি বিশ্বকাপে সুযোগ পেয়েছে ৫১ বছর পর। দীর্ঘ সময় পর পাওয়া এই সুযোগ কাজে লাগিয়ে চমকে দিতে পারে সবাইকে। এই দলে আছেন ফাফা পিকাউল্ট, যিনি ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ।
বিশ্বকাপের গ্রুপ পর্বে এ নিয়ে পঞ্চমবারের মতো স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিলের গ্রুপে ছিল মরক্কো ও স্কটল্যান্ড। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন মরক্কো ম্যাচ দিয়ে। একই দিন সকাল ৭টায় অন্য ম্যাচে মাঠে নামবে হাইতি-স্কটল্যান্ড। ২০ জুন মুখোমুখি হবে স্কটল্যান্ড-মরক্কো। একই দিনে মাঠে নামবে ব্রাজিল-হাইতি। এরপর ২৫ জুন মরক্কো-হাইতি ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের লড়াই।