জয় এলো একে একে তিনটি। আর এই হ্যাটট্রিক জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত। গুয়াহাটিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করেছে অধিনায়ক সূর্যকুমার যাদবের দল। দাপুটে জয়টা ধরা দিয়েছে ৬০ বল হাতে রেখেই। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ৩-০ এগিয়ে রইল ভারত। দুই ম্যাচ বাকি থাকলেও সান্ত্বনার জয়ই কেবল ছিনিয়ে নিতে পারবে কিউইরা। হোয়াইটওয়াশ এড়িয়ে জয়ের ব্যবধান কমানোর সুযোগই এখন কেবল জিইয়ে রয়েছে সফরকারীদের সামনে।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৫৩ রানের বেশি পুঁজি গড়তে পারেনি ভারত। দুই রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন গ্লেন ফিলিপস (৪৮)। মার্ক চাপম্যান ৩২ আর কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার এনে দেন ২৭ রান। ১৭ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন জাসপ্রিত বুমরাহ।
জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা (৬৮*) ও সূর্যকুমার যাদবের (৫৭*) জোড়া ফিফটিতে হেসে-খেলেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। ইনিংস শেষ হয়ে ১০ ওভারেই। দুজনের ৪০ বলে হার না মানা ১০২* রানের পার্টনারশিপে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে ১৫৫ তুলে জয়ের উচ্ছ্বাসে মাতে ভারতীয় শিবির।