হোম > খেলা

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আসরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা কাটছে না। এরই মধ্যে বিশ্বকাপের অফিশিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পরপরই জমকালো আয়োজনে এই জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল বোর্ডের।

তবে কি বিশ্বকাপে অংশ নিচ্ছে না পাকিস্তান? নির্ধারিত সময়ে জার্সি উন্মোচন না হওয়ায় এই প্রশ্ন ক্রিকেট মহলে আরও জোরালো হয়েছে। জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিলের কোনো সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। তবে বোর্ডের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার আগে জার্সি বা অন্যান্য প্রচারণামূলক কাজে যেতে চাইছে না বোর্ড। বিশ্লেষকদের ধারণা, নিরাপত্তা এবং রাজনৈতিক নানা জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে।

এর আগে, পিসিবি প্রধান মহসিন নাকভি এর আগে জানিয়েছিলেন যে, শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা আগামী সোমবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে গতকাল (শুক্রবার) বোর্ড থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার কথা। সূচি অনুযায়ী পাকিস্তানের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে। হাতে সময় একদম না থাকায় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও সংবাদমাধ্যমের লজিস্টিক প্রস্তুতির জন্য দ্রুত সিদ্ধান্ত জানানো জরুরি হয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ার চমক রেনশ, নেই কামিন্স-স্মিথ

বিসিবিতে প্রবেশে সাংবাদিকদের জন্য নতুন ‘কড়া’ নিয়ম

বাজে মাঠ নিয়ে বাটলারের ক্ষোভ

আবরার-শাদাবের ঘূর্ণিতে সিরিজ পাকিস্তানের

আল নাসর জয়, হাজারের আরো কাছে রোনালদো

শুরুতেই ভুটানের জালে বাংলাদেশের গোলবন্যা

বিকল্প টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক করার আশায় বিসিবি

মেলবোর্নের নতুন রাণী রাইবাকিনা

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি