হোম > খেলা

নারী লিগে পুলিশের গোলবন্যা

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল লিগে আজ রীতিমতো গোল-উৎসব করেছে বাংলাদেশ পুলিশ এফসি। তারা ১৫-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসরিন একাডেমিকে। এ ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ গোল উপহার দেন মোসাম্মৎ সাগরিকা। এ ছাড়া সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাবিনা আক্তার রুবি ও রোজানা বিনতে রিজভি জোড়া গোল করেন। সুরমা জান্নাত ও কোহাতি একটি করে গোল করেন। নাসরিন একাডেমির বিপক্ষে ম্যাচ মানেই যেন প্রতিপক্ষের গোলবন্যার পরিচিত দৃশ্য!

লিগে এ নিয়ে ৩৫টি গোল হজম করল গত আসরের চ্যাম্পিয়নরা। এর আগে বিকেএসপির কাছে ৮-০ এবং রাজশাহী স্টার্সের কাছে ১২-০ গোলে হেরেছিল তারা। এবার হতাশায় পুড়ল নাসরিন একাডেমি। একই দিন অপর ম্যাচে সদ্যপুষ্করিণী ক্লাব ৯-০ গোলে হারায় কাচারিপাড়া একাদশকে। বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ৫-১ গোলে হারায় বাংলাদেশ সেনাবাহিনী। এ নিয়ে তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেল দলটি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নাসরিন একাডেমির বিপক্ষে একের পর এক গোল উৎসবে মাতে পুলিশ এফসি। ৭ মিনিটেই গোলমুখ খোলেন কোহাতি কিসকু। সানজিদা আক্তারের কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন এই ফুটবলার। ২০ মিনিটে স্কোর লাইন ২-০ করেন সাগরিকা। এরপর ৩২ ও ৩৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। বিরতিতে যাওয়ার আগে আরো ৪টি গোল পায় পুলিশ এফসি। দ্বিতীয়ার্ধেও গোলের বন্যায় ভাসতে থাকে নাসরিন একাডেমি। এ অর্ধে তারা আরো সাত গোল হজম করে। এতে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। এ নিয়ে তিনটি ম্যাচে হারল নাসরিন একাডেমি।

নাজমুলের বক্তব্যে কোয়াবের প্রতিবাদ

বাজে মন্তব্য করে তোপের মুখে বিসিবি পরিচালক

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, স্প্যানিশ সুপার কাপে আরেকটি এল ক্লাসিকো

ভারতের ক্রিকেট ভন্ডামির মুখোশ উন্মোচন

টিভির পর্দায় পাকিস্তান-শ্রীলঙ্কার টি-টোয়েন্টিসহ আরো যত ম্যাচ

অ্যাশেজের সেরা পাঁচ

বিপিএলে সিলেট-রাজশাহীর জয়

ড্রয়ের খোলসে বন্দি সিটি

এখন শুধু জয়ের খোঁজ

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্তের পর জানানো উচিত ছিল : তামিম