হোম > খেলা

বড় জয়ে শীর্ষে বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) নতুন মৌসুম শুরুটা ভালো ছিল না বসুন্ধরা কিংসের। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মৌসুম শুরু করে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। তবে এই ড্রয়ের পর জয়ের ছন্দে রয়েছে কিংস। গতকাল টানা চতুর্থ জয় পেয়েছে তারা। বসুন্ধরা কিংস ৫-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি। পাঁচ ম্যাচ খেলে কিংসের অর্জন সর্বোচ্চ ১৩ পয়েন্ট। কিংসের পরের সারিতে থাকা ফর্টিস, রহমতগঞ্জ ও ব্রাদার্সের অর্জন সাত পয়েন্ট করে। আগামীকাল লিগের চারটি ম্যাচ রয়েছে। মুন্সীগঞ্জের মাঠে রহমতগঞ্জ-আরামবাগ; গাজীপুরে পুলিশ এফসি-ফকিরেরপুল; বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস-আবাহনী ও কুমিল্লা মোহামেডান-পিডব্লিউডি পরস্পরের মুখোমুখি হবে। চারটি ম্যাচই বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে।

মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে কিংসের বড় জয়ের নায়ক ডরিয়েলটন গোমেজ। জোড়া গোল উপহার দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৪১ ও ৭৭ মিনিটে দুটি গোল করেন ডরিয়েলটন। কিংসের হয়ে বাকি তিনটি গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও সোহেল রানা জুনিয়র। খেলার ৪০ মিনিট পর্যন্ত গোলকিপার ইশাক আলির দক্ষতা আর রক্ষণের দৃঢ়তায় গোলপোস্ট আগলে রাখে ব্রাদার্স ইউনিয়ন। তবে বিরতির আগেই তাদের প্রতিরোধ ভেঙে দেয় কিংস।

৪১ মিনিটে ডানদিকের বাইলেনের একটু ওপর থেকে বক্সে ক্রস বাড়ান রাকিব। লাফিয়ে হেডে গোল করে কিংসকে এগিয়ে নেন ডরিয়েলটন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফাহিম গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস। তালগোল পাকিয়ে নেপালি ডিফেন্ডার আরিক বিস্তা বল হারান। বল পেয়ে বক্সে প্রবেশ করেন ডরিয়েলটন। এই ব্রাজিলিয়ানের নেওয়া শট ইসাক দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন ফাহিম।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাদার্সকে আরো কোণঠাসা করে ফেলে কিংস। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে বাইলেনের একটু ওপর থেকে কাট ব্যাক করেন রাকিব। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সানডে। এরপর ৫৪ মিনিটে আবার গোল হজম করে ব্রাদার্স। ডরিয়েলটনের থ্রু পাস ধরে একটু ছুটে বক্সে ঢুকে কাটব্যাক করেন ফরোয়ার্ড রাকিব। সোহেল রানা জুনিয়রের শটে তেমন গতি না থাকলেও বল এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়। ৭৭ মিনিটে শাহরিয়ার ইমনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ডরিয়েলটন। ৯০ মিনিটে একটি গোল শোধ করে ব্রাদার্স। তাদের পক্ষে গোল করেন মোজাম্মেল।

নাসরিন স্পোর্টসের হারে শুরু

ব্রাজিলের ক্লাবের কাছে হারল বাংলাদেশ

ম্যানইউয়ের হতাশা, মিলানের দুঃস্বপ্ন

ভারত-দ. আফ্রিকা সিরিজ নির্ধারণী লড়াই আজ

আরেকটি বিশ্বকাপ খেলতে আশাবাদী মেসি

ছুটিতে ব্যাটিংয়ে সিমন্সের বাড়তি মনোযোগ

দুরন্ত ব্যাটিংয়ে হোপ-গ্রেভসের প্রতিরোধ

ইংল্যান্ডের ক্যাচ মিসের দিন, তিন ফিফটিতে এগিয়ে অস্ট্রেলিয়া

সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শিরোপার লড়াইয়ে চার দল