হোম > খেলা

নেপালকে বিধ্বস্ত করল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

বড় জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের জার্সি গায়ে গোল করেন সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক।


বিরতির প্রথম ২০ মিনিট ঠিক নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলাররা। পঞ্চম মিনিটে নেপালের অরক্ষিত রক্ষণ সুযোগ কাজে লাগাতে পারেনি। অধিনায়ক নাজমুল হুদার শট চলে যায় পোস্টের পাশ ঘেঁষে।


৩০ মিনিটে নাজমুলের কর্নার থেকে উড়ে আসা বল কোনোমতে ফিরিয়ে দেন নেপাল গোলকিপার রাম বাহাদুর। কিন্তু দলকে বিদপমুক্ত করতে পারেননি। বল আছড়ে পড়ে সাব্বির ইসলামের সামনে। নির্ভুল নিশানায় বল জালে জড়িয়ে দেন দুই নাম্বার জার্সিধারী এই ফুটবলার।


ম্যাচের ৪৯ থেকে ৫১, এই তিন মিনিটে দুটি গোল পায় গোলাম রব্বানীর দল। গোল করেন অপু ও মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে মানিকের এনে দেন চতুর্থ গোল।

২১ সেপ্টেম্বর বাংলাদেশ টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

সাত দলের টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। নেপাল ছাড়া তাদের অন্য প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলছে চার দল- ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে।

সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত সাফ ফুটসালজয়ীরা

শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তানের নিরাপত্তার দায়িত্বে এলিট ফোর্স

ফাইনালে সাবালেঙ্কা-রাইবাকিনা মুখোমুখি

১৮ ফেব্রুয়ারি থেকে বিসিএল

সাইম ঝলকে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

বিশ্বকাপে যাচ্ছেন আম্পায়ার গাজী সোহেল

দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা

ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার

শেষ মিনিটে বেনফিকার বাজিমাত, রিয়ালের হার

‘আইসিসি বিসিসিআইয়ের দুবাই অফিসে পরিণত হয়েছে’