দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আরেকটি মুকুট মাথায় পরে দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার ফুটসালে ইতিহাস গড়েছেন তারা। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন ফুটসালজয়ী দলটি গতকাল থাইল্যান্ড থেকে শিরোপা নিয়ে দেশে ফিরেছে। তাদেরকে ছাদখেলা বাসে রাজপথ প্রদক্ষিণ শেষে হাতিঝিলের এম্ফি থিয়েটারে সংবর্ধনা দিয়েছে ফুটবল ফেডারেশন।
সন্ধ্যা সোয়া ছয়টা ঢাকার বিমানবন্দরে অবতরণ করে সাফ ফুটসালজয়ীদের বহনকারী বিমান। সেখান থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলে নিয়ে আসা হয় সাবিনা, মাসুরা, কৃষ্ণাদের। সেখানে রাত ৯টায় শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। একে একে মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানীরা এম্ফি থিয়েটারের রঙিন মঞ্চে উঠেন। সবার শেষ ট্রফি নিয়ে এসে সেটি মঞ্চে উঁচিয়ে ধরে অধিনায়ক সাবিনা খাতুন। আতশবাজির ঝলমলে আলোতে হাতিরঝিলের আকাশে আনন্দের অনুররণ উঠে। আন্দোৎসবের মুহূর্ত হয় ক্যামেরাবন্দি। দেশের মুখ উজ্জ্বল করে এসে সাবিনা বললেন, ‘শত ব্যস্ততার মধ্যে আমরা যখন দেশের সম্মান বয়ে নিয়ে আসি, আপনারা এভাবে সাপোর্ট দেন। এটি আমাদের অনুপ্রেরণা দেয়। আপনাদের জন্যই এই অর্জন। আপনাদেরকেই এটি উৎসর্গ করছি।’ তিনি আরো বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখি, ফুটবলের প্রতি দেশের মানুষের ভাল লাগা ও ভালবাসা আছে যখন কোনো জয় হয়। এখন থেকেই উৎসাহটা কাজ করে। মেয়েরা উৎসাহিত হয়, মেয়েদের খেলার আগ্রহ আরো বাড়ে, জেতার আগ্রহ বাড়ে, এই ট্রফিটা আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য।’ ফুটসাল দলের কোচ সাঈদ খোদারাহমি বলেন, ‘আমি খুবই খুশি। বাফুফে সভাপতি ও বিশেষ করে ফুটসালের চেয়ারম্যান ইমরানকে অভিনন্দন। মাত্র পাঁচ মাস হলো ফুটসাল শুরু হয়েছে। আমি মনে করি, এ খেলার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরো বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে ধন্যবাদ। তোমাদের উপর চাপ ছিল। তবে আজ রাতে তোমরা সবাই খুশি। আমি খুশি, পরিবারের সবাই খুশি।’
বাফুফে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, মাত্র এক মাসের প্রস্তুতি সাফ জিতেছে বাংলাদেশের মেয়েরা। ভালো ভাবে প্রস্তুতি নিতে পারলে এশিয়া কাপও জেতা সম্ভব। ফুটসালের জন্য একটি মিনি স্টেডিয়ামের দাবি তুলেন ইমরানুর বলেন, ‘বাফুফে ও সরকার মিলে যদি আমাদের একটি মিনি স্টেডিয়াম দেয়, তাহলে এই মেয়েরা কী যে ভালো খেলে... আমরা ফুটসালের মানচিত্র বদলে দেব।’ সাবিনার নেতৃত্বে ফুটবলে দুইবার এবং ফুটসালে একবার সাফের শিরোপা জিতল বাংলাদেশ। সংবর্ধনা অনুষ্ঠানে নারী দলের অধিনায়ক সাবিনার ভুঁয়সী প্রশংসা করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমাদেরকে সাফের আরেকটা ট্রফি এনে দেওয়ার জন্য ফুটসাল দলকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের অধিনায়ক সাবিনাকে। যেটা আমি আগেও বলেছিলাম, সাবিনা হবে আমাদের প্রথম অ্যাথলেট, যেটা পুরুষ হোক, মহিলা হোক, যে আমাদের দুইটা ফরম্যাটে চ্যাম্পিয়নস ট্রফি এনে দেবে। আমি জানি না, এই রেকর্ড কে ভঙ্গ করবে। তবে যুগ যুগ ধরে আমাদের সাবিনার নাম নিতে হবে।’ মাত্র তিন মাস হয়েছে ফুটসালের কার্যক্রম নতুন করে শুরু করেছে বাফুফে। এরই মধ্যে সাফ শিরোপা জয়ের সাফল্য এসেছে। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতিত্ব দিলেও চ্যাম্পিয়ন দলের জন্য কোনো আর্থিক পুরস্কার ঘোষণা দেননি বাফুফে সভাপতি।