হোম > খেলা

জমে উঠেছে প্রিমিয়ার লিগ, শীর্ষে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের লড়াই জমে উঠেছে। মাঝপথে এসে লড়াই জমিয়ে তুলেছে শীর্ষ দলগুলো। তারই ধারাবাহিকতায় গতকালের ম্যাচে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ৩-২ গোলে হারিয়েছে টেবিল টপার আর্সেনালকে। বাকি ম্যাচগুলোতে জয় পেয়েছে অ্যাস্টন ভিলা, চেলসি ও নটিংহ্যাম। লা লিগায় জিতে শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

নিউক্যাসলের মাঠে ২-০ গোলের জয়ে পেয়েছে অ্যাস্টন ভিলা। টেবিলে ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট এখন উনাই এমেরির দলের। তবে গোল পার্থক্যে পিছিয়ে তিনে আছে তারা। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে চেলসি। ব্রেন্টফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। এ জয়ে দ্য ব্লুজদের পয়েন্ট দাঁড়াল ৩৭, তারা আছে পাঁচে। ছয়ে লিভারপুল (৩৬)। আর্সেনালকে হারিয়ে চারে উঠে এসেছে ম্যানইউ (৩৮)।

সেন্ট জেমস পার্কের ম্যাচে দুই অর্ধে দুট গোল পায় অ্যাস্টন ভিলা। ম্যাচের ১৮ মিনিটে লিড নেয় অতিথিরা, গোলদাতা ইমিলিয়ানো বুয়েন্দিয়া। পরের গোলটি করেন ওয়াটকিনস। সেলহার্স্ট পার্কে দুর্দান্ত খেলেছে চেলসি। টানা দুই জয় পেল তারা। ম্যাচে চেলসির হয়ে গোল তিনটি করেন এস্তেভাও, জোয়াও পেদ্রো ও এনজো ফার্নান্দেজ একটি করে গোল করেন। অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে নটিংহ্যামের হয়ে গোল দুটি করেছেন ইগর জেসুস ও তাইও আওনিই।

চমক দেখিয়েছে ইউনাইটেড। ঘরের মাঠেই আর্সেনালের জালে তিনবার বল পাঠিয়েছেন ইউনাইটেডের বেউমো, দোরগো ও কুনতা। আর্সেনাল একটি গোল পেয়েছে আত্মঘাতী, অন্যটি করেছেন মিকেল মেরিনো।

লা লিগায় টেবিলের তলানির দল রিয়াল ওভিয়েডোকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে গোল পেয়েছেন ওলমো, রাফিনহা এবং ইয়ামাল। এই জয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা।

২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ২১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রিয়াল ওভিয়েডো।

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত ভারতের

হঠাৎ এখন সাকিবে সমাধান খুঁজছে বিসিবি!

না খেলেও শেষ আটে জোকোভিচ

বাংলাদেশের পাশে পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবে না বিসিবি

পাকিস্তান দলে বাবর, নেই রিজওয়ান-হারিস

রিয়ালের শীর্ষে ওঠার রাতে লিভারপুল-বায়ার্নের হার

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় নারী দলকে মির্জা ফখরুলের অভিনন্দন

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ আফ্রিদি ও গিলেস্পি