অ্যাশেজ
ক্রিকেটে প্রচলিত কথাÑক্যাচ মিস তো ম্যাচ মিস। তবে ক্যাচ মিসের হিসেবি তালিকায় ইংল্যান্ডের খুব কম আসবে। দুর্দান্ত সব ফিল্ডার রয়েছে ইংলিশদের। কিন্তু অ্যাশেজের ব্রিসবেন টেস্টে দেখা গেল উল্টো রূপ। ক্যাচ মিসের মহড়ায় নেমেছিল বেন স্টোকসের দল। একটি কিংবা দুটি নয়, পাঁচটি ক্যাচ ছেড়েছে তারা। তাতে দ্বিতীয় দিন শেষ নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৭৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৩৪ রানে গুটিয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার লিড ৪৪ রানের। ব্রিসবেনে টানা নবম অ্যাশেজ টেস্টে এ নিয়ে প্রথম ইনিংসে লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবি ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যক্তিগত ৩ রানে ক্যাচ তুলে দেন ট্রাভিস হেড। তবে জোফরা আর্চারের বল মুঠোবন্দি করতে পারেননি জেমি স্মিথ। হেড অবশ্য ফেরেন ৩৩ রানে। ৪৫ রানে ফিরে যান ক্যামেরন গ্রিনও। এরপর দুবার জীবন পান অ্যালেক্স ক্যারি। দিনের শেষ দিকে ব্যক্তিগত ২৫ রানে আর্চারের বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া ক্যারি ৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এছাড়া জীবন পেয়েও ২৩ রান করেছেন জশ ইংলিশ। মাইকেল নেসার বেঁচে ফিরে এখনো অপরাজিত ১৫ রানে। মাঝের সময়ে অজিদের হয়ে ফিফটি করেছেন জ্যাক ওয়েদারাল্ড (৭২), মার্নাস লাবুশেন (৬৫) ও স্টিভ স্মিথ (৬১)।
ইংল্যান্ডের হয়ে গতকাল সর্বোচ্চ ৩ উইকেট নেন কার্স, স্টোকসের উইকেট ২টি আর আর্চার নিয়েছেন ১টি উইকেট।
এর আগে ৭৪ ওভারে ৯ উইকেটে ৩২৫ রান নিয়ে প্রথম দিন পার করা ইংল্যান্ডের শেষ উইকেটজুটি গতকাল মাত্র ৯ রান যোগ করতে পেরেছে। রুট অপরাজিত থেকেছেন ১৩৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৭৬.২ ওভারে ৩৩৪ (রুট ১৩৮*, ক্রলি ৭৬, আর্চার ৩৮; স্টার্ক ৬/৭৫, নেসের ১/৪৩, ডগেট ১/৮১)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৭৩ ওভারে ৩৭৮/৬ (ওয়েদারাল্ড ৭২, লাবুশেন ৬৫, স্মিথ ৬১, ; কার্স