হোম > খেলা

আলোর মুখ দেখছে এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। তাতে ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সব শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টটি।

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। পূর্ব নির্ধারতি সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশটিতে এশিয়া কাপ শুরুর হওয়ার কথা। প্রতিবেদনে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচিতেই শুরু হবে এশিয়া কাপের আসন্ন আসর।

এশিয়া কাপের জন্য ইতোমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবুজ সংকেত পেয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। তাই টুর্নামেন্টটির জন্য বিজ্ঞাপন প্রচারের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

যদিও এশিয়া কাপ নিয়ে এখনও কিছু জানায়নি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকবাজের দাবি, আগামী সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এসিসি। এজন্য সভা ডেকে ছয় দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করবে এশিয়ান ক্রিকেটের অভিভাবক সংস্থা।

আয়োজক ভারত ছাড়া এশিয়া কাপের বাকি দল পাঁচটি হলো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গত ডিসেম্বরে একে অপরের দেশে দল না পাঠানোর সমঝোতায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিসিআই। তাই আসন্ন এশিয়া কাপও হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনাই বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়মে এশিয়া কাপ হলে পাকিস্তানের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক অস্থিতিশীলতার পরও সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে ভারতকেই এগিয়ে রাখছে এসিসি। সেই সঙ্গে সনি স্পোর্টস নেটয়ার্কের সঙ্গে চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার সর্বোচ্চ চেষ্টাই করবে সংস্থাটি।

ভারতকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ

দুই কিউই ক্রিকেটারে রাজশাহীর লড়াকু পুঁজি

রিয়াল-আর্সেনালের জয়ের রাতে ম্যানসিটি-পিএসজির হার

তৃতীয় রাউন্ডে আলকারাজ-সাবালেঙ্কা, রাদুকানুর বিদায়

ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলছে আইসিসির বোর্ড মিটিং, বাংলাদেশ-ভারত দ্বন্দ্বের সমাধান আজ

ক্রিকেটে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পিটিশন, খারিজ করে দিল দিল্লির হাইকোর্ট

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি

গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সা-লিভারপুল-বায়ার্ন

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা