এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ
আগামী ৮ থেকে ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে হবে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের আসর। এবারই প্রথম নয়, আগে দুবার (২০১৭ ও ২০২১ সালে) এ প্রতিযোগিতার আয়োজক হয়েছিল বাংলাদেশ। এর মধ্যে ২০২১ সালের আসরটি ছিল স্মরণীয়। ওই আসরে রিকার্ভ মিশ্র দ্বৈতে রৌপ্য আর ছেলে ও মেয়েদের দলগত রিকার্ভে ব্রোঞ্জপদক জয়ের সাফল্য দেখান বাংলাদেশের আরচাররা। তবে এর আগে ও পরে পদক আসেনি। আবার প্রতিযোগিতার আয়োজক হওয়ায় ২০২১ সালের তিনটি পদক জয়ের সুখস্মৃতি ফেরাতে চায় বাংলাদেশ। আসন্ন চ্যাম্পিয়নশিপে এমন প্রত্যাশার কথাই বললেন বাংলাদেশ আরচারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ।
এশিয়ান চ্যাম্পিয়নশিপ সামনে রেখে টঙ্গী স্টেডিয়ামে জোরেশোরেই চলছে আরচারদের প্রস্তুতি। কোচ ফ্রেডরিখ জানালেন, ‘আমরা নিজেদের মাঠে অবশ্যই ভালো করতে চাই এবং আমরা রোমাঞ্চ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি।’
তিনি আরো বলেন, ‘নিশ্চয়ই আপনাদের মনে আছে, ২০২১ সালে যখন এখানে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ হয়েছিল, আমরা তিনটি পদক পেয়েছিলাম। কিন্তু সবশেষ ২০২৩ সালে ব্যাংককের আসরে আমরা কিছুই পাইনি। আমি চাই ২০২১ সালে যে সাফল্য আমরা এখানে পেয়েছিলাম, সেটার পুনরাবৃত্তি করতে।’
এবার রোমান সানা, হাকিম আহমেদ রুবেল কিংবা দিয়া সিদ্দিকীর মতো তারকা আরচার নেই। নতুন ও তরুণদের ঘিরেই বাংলাদেশের আশা।
আরচারি দলের সহকারী কোচ নূরে আলম বলেন, ‘নতুন যারা আছে, তারাও বিশ্বমানের। আশা করি তারা ভালো করবে।’
সবার নজর থাকবে তরুণ সাগর ইসলামের দিকে। প্রতিভাবান এই আরচার বলেন, ‘আমরা নিজেদের মাঠে খেলবÑএ সুবিধা আমাদের আছে। এবার আমাদের লক্ষ্য উপরে থাকার। এ লক্ষ্য নিয়েই আমরা এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে নামব। সবগুলো ইভেন্টেই আমাদের শক্তিশালী দল আছে। আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।’
এদিকে, গতকাল টঙ্গীতে বাংলাদেশ লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়। চার লিগের পয়েন্ট যোগ করে সেরা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। দুটি স্বর্ণপদক জিতেছে তারা। দুটি রৌপ্যপদক নিয়ে রানার্সআপ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি। যৌথভাবে তৃতীয় হয়েছে তীরন্দাজ ও বাংলাদেশ আনসার।