হোম > খেলা

৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির নায়ক ভিতিনহা

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ কেন সেরা, কেন রোমাঞ্চকর সেটা আরেকবার মনে করাল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও টটেনহ্যাম হটস্পার। দুদলের লড়াইয়ে চললো মিউজিক্যাল চেয়ার, গোল হলো আটটি, শেষে জিতলো পিএসজি, হ্যাটট্রিক করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৫-৩ ব্যবধানে জয়ের নায়ক ভিতিনহা।

রোমাঞ্চকর এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে পিএসজিল। পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে লুইস এনরিকের দলের সংগ্রহ ১২ পয়েন্ট। পাঁচ ম্যাচের সবক’টিতে জয় পাওয়া আর্সেনাল ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে। আর দুই জয়, দুই ড্র ও এক হারে ৮ পয়েন্ট অর্জন করা টটেনহ্যামের অবস্থান ১৬।

ম্যাচের ৩৫তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন রিচার্লিসন। ৪৫তম মিনিটে পিএসজিকে সমতায় ফেরান ভিতিনহা। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথামার্ধ।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে কোলো মুয়ানির দুর্দান্ত ভলিতে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর ফের পিএসজিকে সমতায় ফেরান সেই ভিতিনহা। এরপর ১২ মিনিটের ব্যবধানে আরও দুই গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে ভিতিনহা।

এমবাপ্পের একহালিতে রিয়ালের রুদ্ধশ্বাস জয়

ছন্দে ফেরার অপেক্ষায় বাংলাদেশ

টিভির পর্দায় বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

নিজ দুর্গে ধূলিসাৎ ভারত

যেন নিখুঁত এক রাত: এস্তেভাও

বিপিএল শুরু ১৯ ডিসেম্বর

লাল কার্ড দেখায় বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন না রোনালদো

নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা সেমিনার

মালয়েশিয়ার কাছে হার বাংলাদেশের

সুইজারল্যান্ডের বিপক্ষে হকি দলের জয়