আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। শেফালি ভার্মা ও দীপ্তির ফিফটির সঙ্গে রিচা ঘোষের ঝড়ো ব্যাটিংয়ে প্রোটিয়াদের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান করেছে হারমানপ্রীত কাউরের দল। প্রথমবারের মতো শিরোপা জিততে ২৯৯ রান করতে হবে লরা উলবার্টদের।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। দুজনের ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভারে ৬৪ রান তোলে ভারত। উদ্বোধনী জুটিতেই শতরানের দেখা পেয়ে যায় তারা। শেফালি–মান্ধানার ১০৪ রানই উদ্বোধনী জুটি নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ১৬০ রানের রেকর্ডটা অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও র্যাচেল হেইন্সের দখলে। ২০২২ বিশ্বকাপ ফাইনালে এই রেকর্ড গড়েছিলেন দুজন।
উদ্বোধনীতে শতরানের জুটি গড়ার পরপরই বিচ্ছিন্ন হন মান্ধানা ও শেফালি। মান্ধানা ৫৮ বলে ৮ চারের মারে ৪৫ রান করে ফিরে যান। এর মধ্যেই অবশ্য ৪৯ বলে ফিফটি তুলে নেন শেফালি। এরপর জেমিমাহকে নিয়ে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শেফালি। তবে সেঞ্চুরি পাওয়া হয়নি। দলীয় রান দেড়শ পার করে শেফালি থামেন ৮৭ রানে। তার ৭৮ বলের ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কা।
জেমিমাহও বিদায় নেন ৩৭ বলে ২৪ রান করে। সেখান থেকে অধিনায়ক হারমানপ্রীত কাউরের সঙ্গে দলের হাল ধরেন দীপ্তি শর্মা। হারমানপ্রীত ২০ রানে আউট হন। এরপর রিচা ঘোষকে নিয়ে দলকে ভালো সংগ্রহ এনে দেন দীপ্তি (৫৮ বলে ৫৮)। রিচা খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৯৮/৬ (শেফালি ৮৭, দীপ্তি ৫৮, মান্ধানা ৪৫; খাকা ৩/৫৮, ট্রায়োন ১/৪৬)