হোম > খেলা

৬ ম্যাচ নিষিদ্ধ হলেন রডিগার

স্পোর্টস ডেস্ক

গত ২৭ এপ্রিল কোপা দেল রের ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সে ম্যাচের অন্তিম মুহূর্তে রেফারির সঙ্গে অখেলোয়াড়সূলভ আচরণ করেন লস ব্লাঙ্কোসদের তারকা ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এজন্য তাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

এস্তাদিও দে লা কার্তুজায় অনুষ্ঠিত ফাইনালের ১২৩ মিনিটের কথা। কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ফাউল ধরায় রেফারির ওপর ক্ষুব্ধ হন রুডিগার। বেঞ্চ থেকে উঠে রেফারির দিকে কিছু একটা ছুঁড়ে মারেন জার্মান ফুটবলার। বেশ কয়েকটি গণমাধ্যমের কল্যাণে পরবর্তীতে শোনা যায়, সেটা ছিল একটি বরফের টুকরা। রুডিগারের এই অপরাধকে রেফারির প্রতি 'হালকা সহিংসতা' হিসেবে উল্লেখ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

যদিও রুডিগারের এই নিষেধাজ্ঞায় তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না রিয়াল মাদ্রিদকে। কারণ চোট থেকে সেরে উঠতে সম্প্রতি রক্ষণভাগের খেলোয়াড়ের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে রুডিগারকে৷ নিষেধাজ্ঞার সময়টা তাই পুনর্বাসনের মধ্যেই শেষ হবে।

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা