হোম > খেলা > ক্রিকেট

সুপার সিক্স থেকেই বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

এই ম্যাচ বাংলাদেশের জন্য ছিল ‘ডু অর ডাই’। তাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরুতে ব্যাটিং ধসে পরাজয়ের প্রাথমিক ধাপটা সম্পন্ন করে রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে আসর থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত করে ইংল্যান্ড। ২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনটি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে ৩৮.১ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৫৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। আসর থেকে বিদায় হলেও বাংলাদেশের আরেকটি ম্যাচ আছে। ৩১ জুন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে তারা।

সুপার সিক্সটা মাত্র ১ পয়েন্ট নিয়ে শুরু করে বাংলাদেশ। সুপার সিক্সের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত ও ইংল্যান্ড এই পর্বটা শুরু করেছে ৪ পয়েন্ট নিয়ে। এখানেই মূলত নির্ধারিত হয়ে যায় সেমিফাইনালের দল। প্রথম ম্যাচটি জিতলেই শুধু বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকত সেমিফাইনালে ওঠার। সেই চাপটা নিতে পারেনি বাংলাদেশের যুবারা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে রিফাত বেগ (৩১), অধিনায়ক আজিজুল হাকিম (২০), উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহ (২৫) ছাড়া আর কেউ ২০ রানও পাননি। রান তাড়ায় নেমে জোসেফ মুরস দ্রুত ফিরলেও বেন ডকিন্স (২৭ ), মায়েস (৩৪) ও অধিনায়ক রু শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অ-১৯ দল : ৩৮.১ ওভারে ১৩৬ (রিফাত ৩১, আবদুল্লাহ ২৫, আজিজুল ২০; মরগান ৩/২৮, আলবার্ট ২/১৫, লামসডেন ২/১৮)।

ইংল্যান্ড অ-১৯ দল : ২৪.১ ওভারে ১৩৭/৩ (রু ৫৯*, মায়েস ৩৪, ডকিন্স ২৭; ফাহাদ ২/৩৭)।

ফল : ইংল্যান্ড অ-১৯ দল ৭ উইকেটে জয়ী।

‘পাকিস্তান বিশ্বকাপ না খেললে দেউলিয়া হয়ে যাবে সম্প্রচারকারীরা’

এই বাংলাদেশ নুয়ে নয়, বুক চিতিয়ে বাঁচে

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

সিদ্ধান্তহীন দ্বিতীয় দফার বৈঠক, হয়েছে গ্রুপ বদলের আলোচনাও

রংপুর-রাজশাহীর জয়

উত্তেজনা ছড়ালো সিলেট-রাজশাহী

আরো যে পাঁচ দাবি ক্রিকেটারদের