হোম > খেলা > ক্রিকেট

‘পাকিস্তান বিশ্বকাপ না খেললে দেউলিয়া হয়ে যাবে সম্প্রচারকারীরা’

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে যাওয়ার ব্যাপারে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা চিন্তা করছে পাকিস্তানও। আর তাতেই আলোচনার ঝড় বয়ে যাচ্ছে চারদিকে। পাকিস্তান যদি এমন সিদ্ধান্ত নেয় তবে বিশ্বকাপে কেমন প্রভাব পড়তে পারে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। কেননা, বিশ্বকাপ সম্প্রচারে বড় একটি বাজার ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে। ফলে পাকিস্তান সরে দাঁড়ালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে আন্তর্জাতিক সম্প্রচারকারীরা। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। ফলে টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তা আরো বেড়েছে। এমন প্রেক্ষাপটে বাসিত আলি সতর্ক করে বলেন, পাকিস্তান সরে দাঁড়ালে পুরো টুর্নামেন্টই বিশৃঙ্খলার মুখে পড়তে পারে। একটি ইউটিউব শোতে বাসিত আলি বলেন, ‘পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে, তাহলে ব্রডকাস্টাররা মারাত্মক সমস্যায় পড়বে। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে দর্শক সংখ্যা ও বিজ্ঞাপন আয়ে বড় ধাক্কা আসবে। পাকিস্তানের বদলে অন্য কোনো দল খেললে সেই ম্যাচ কি একই আগ্রহ তৈরি করতে পারবে?’

বাসিত আলি পিসিবি সভাপতি মহসিন নাকভির সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রশংসা করে বলেন, তার মন্তব্য আইসিসিকে কঠিন অবস্থানে ফেলেছে। বাসিত আলির মতে, সরকার যদি বাংলাদেশকে সমর্থন জানিয়ে সংহতির সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। এদিকে বিভিন্ন সূত্রের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে বিশ্বকাপ বর্জনের বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, পাকিস্তান সরে দাঁড়ালে তাদের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আসতে পারে, যা পিসিবির আর্থিক কাঠামো ও আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থানের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

সুপার সিক্স থেকেই বিদায় বাংলাদেশের

এই বাংলাদেশ নুয়ে নয়, বুক চিতিয়ে বাঁচে

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

সিদ্ধান্তহীন দ্বিতীয় দফার বৈঠক, হয়েছে গ্রুপ বদলের আলোচনাও

রংপুর-রাজশাহীর জয়

উত্তেজনা ছড়ালো সিলেট-রাজশাহী

আরো যে পাঁচ দাবি ক্রিকেটারদের