ভারতের বিহারে বিপুল ভোটে জয় পেয়েছে এনডিএ জোট। ২৪৩ আসনের বিধানসভায় ক্ষমতাসীন এনডিএ জোট জিতেছে ২০২ আসনে। অন্যদিকে প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল - আরজেডি, কংগ্রেস এবং বামপন্থি দলগুলোর মহাজোটের ভরাডুবি হয়েছে। তারা পেয়েছে মাত্র ৩৫টি আসন।
এনডিটিভি জানায়, বিজেপি ৮৯টি আসন জিতেছে। আর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে ৮৫টি, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ১৯, কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়াম মোর্চা পাঁচটি এবং রাজ্যসভার সংসদ সদস্য উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা চারটি আসন পেয়েছে।
বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই নির্বাচনে অবশ্য প্রার্থী ছিলেন না। তিনি ২০০৬ সাল থেকে বিহার বিধান পরিষদের সদস্য, যেখানে সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচন হয় না। কয়েক দিন আগেও তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। এখন সেই নীতীশ কুমারই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।
এদিকে বিহারে এনডিএ ২০০ পেরোতেই সামাজিকমাধ্যম এক্সে দেয়া বার্তা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘বিহারে সুসাশনের জয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। এই জয় ঐতিহাসিক এবং অভূতপূর্ব। বিহারের জনগণকে আমি কৃতজ্ঞতা জানাই।’
গত বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোট হয় গত মঙ্গলবার। ভোটগণনা এবং ফলপ্রকাশ হয় ১৪ নভেম্বর।