হোম > বিশ্ব

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর এক বছরের কারাদণ্ড

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে অবশ্যই এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার দেওয়া রায়ে বলা হয়, তিনি বেআইনিভাবে আগের কারাদণ্ডের কিছু সময় হাসপাতালে কাটিয়েছেন। তাই এখন তাকে কারাগারেই এক বছর সাজা ভোগ করতে হবে। খবর বিবিসির।

২০২৩ সাল থেকে ২০২৪ সালের শুরু পর্যন্ত তিনি পুলিশ হাসপাতালে ছিলেন। হাসপাতালে থাকার সময়কে কারাদণ্ডের সাজা হিসেবে গণ্য করা হবে কিনা তা পর্যালোচনা করে এ রায় দেন সুপ্রিম কোর্ট।

৭৬ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রার সাথে আদালতে উপস্থিত হয়েছিলেন তার মেয়ে সম্প্রতি পদচ্যুত প্রধানমন্ত্রী পেতংতার্ন। রায় ঘোষণার পর সাংবাদিকদের পেতংতার্ন বলেন, বাবার জন্য তিনি চিন্তিত।

২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন এবং তিনি বছরের পর বছর স্ব-আরোপিত নির্বাসনে কাটান, বেশিরভাগ সময় দুবাইতে।

২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আসার পর, তার বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দ্রুত বিচার শুরু হয় এবং তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ক্ষমার আবেদনের পর তার সাজা কমিয়ে এক বছর করেন থাই রাজা। হৃদরোগের আক্রান্ত হলে তাকে দ্রুত পুলিশ জেনারেল হাসপাতালের একটি বিলাসবহুল শাখায় স্থানান্তরিত করা হয়। তিনি কারাগারে কাটিয়েছেন মাত্র একদিন।

তিনি ছয় মাস পুরিশ হাসপাতালে ছিলেন, তারপর প্যারোল পেয়ে ব্যাংককে তার বাড়িতে চলে যান।

থাকসিনের হাসপাতালে স্থানান্তর বৈধ কিনা এবং তিনি সত্যিই অসুস্থ ছিলেন কিনা সে বিষয়েই সবশেষ মামলাটি পরিচালিত হয়।

আরএ

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

হত্যার হুমকি পাওয়ায় ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই