ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার সুদমুক্ত ঋণ দিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইইউ কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা জানান, আগামী দুই বছরের জন্য সামরিক ও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা তহবিলের জন্য রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। খবর আল জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের আসন্ন বাজেট ঘাটতি মেটাতে ঋণের জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি কিয়েভের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তা বলেন, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো (১০৫ দশমিক ৫ বিলিয়ন ডলার) সহায়তা দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার তা বাস্তবায়ন করেছি।’
তবে কস্তা অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান।
ইইউর খসড়া নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজার থেকে ঋণের মাধ্যমে ইউক্রেনকে অর্থের জোগান দেয়া হবে। এটি ইইউ বাজেটের বিপরীতে সুরক্ষিত থাকবে। এর ফলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা থেকে আপাতত সরে এল ইইউ।
আরএ