হোম > বিশ্ব

মাদুরোর তিন ভাগ্নেসহ ঘনিষ্ঠ ব্যবসায়ীর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাগ্নেসহ তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও ভেনেজুয়েলার পতাকাবাহী ৬টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতাভূক্তরা হলেন—মাদুরোর ভাগ্নে ফ্র্যাঙ্কিউ ফ্লোরেস, কার্লোস ফ্লোরেস ও ইফরাইন ক্যাম্পো, এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী, পানামার নাগরিক রামন ক্যারেতেরো।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ভেনেজুয়েলার জ্বালানি তেল বাণিজ্য ও পরিবহন কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। এর মাত্র দুই দিন আগে, মঙ্গলবার (৯ ডিসেম্বর), যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পতাকাবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছিল। খবর এএফপির।

নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ, সম্পত্তি ক্রয় বা কোনো মার্কিন নাগরিকের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ হারাবেন। একই সঙ্গে তাঁদের যুক্তরাষ্ট্রে থাকা কোনো সম্পদ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত জব্দ অবস্থায় থাকবে।

এই পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “নিকোলাস মাদুরো এবং তাঁর অপরাধী সহযোগীরা যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ বাড়িয়েছে এবং আমাদের নাগরিকদের জীবন বিপর্যস্ত করেছে।”

মাদুরোর পরিবারের সদস্যরা এর আগেও ওয়াশিংটনের লক্ষ্যবস্তু হয়েছেন। মাদক পাচার মামলায় কার্লোস ফ্লোরেস ও ইফরাইন ক্যাম্পো যুক্তরাষ্ট্রে কয়েক বছর কারাভোগ করেন। তাঁদের মুক্তির জন্য ভেনেজুয়েলা ২০২২ সালের অক্টোবরে ৭ জন মার্কিন বন্দিকে ফিরিয়ে দেয়, যার বিনিময়ে যুক্তরাষ্ট্র মাদুরোর দুই ভাগ্নেকে মুক্তি দেয়।

এসআর

অস্ট্রিয়ায় হিজাব নিষিদ্ধের আইন পাস, বৈষম্যের অভিযোগ বিশেষজ্ঞদের

গাজায় গত ২৪ ঘণ্টায় শীতকালীন ঝড়ে নিহত ১০

নরওয়ের বিরুদ্ধে কূটনৈতিক আচরণ ভঙ্গের অভিযোগ, রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

যেভাবে যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় বোমার প্রযুক্তি হস্তগত করল ইরান

রাশিয়ার তেল কিনতে ভারতের নতুন কৌশল

শুল্ক কমাতে বারবার ট্রাম্পের কাছে ধরনা দিচ্ছেন মোদি

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখলের দাবি রাশিয়ার

পাকিস্তানের সঙ্গে বিকল্প ব্যাংকিং চ্যানেল খুঁজছে রাশিয়া

‘ধুরন্ধর’ছবির মুক্তি, ফের শুরু ভারত-পাকিস্তান বিতর্ক

কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার হবে না