হোম > বিশ্ব

পুরস্কার জিতল ‘গাজা যুদ্ধ’ নিয়ে নির্মিত সিনেমা

ভেনিস চলচ্চিত্র উৎসব

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ভেনিস চলচ্চিত্র উৎসবে এবার তোলপাড় ফেলে দিয়েছে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। গাজায় ইসরাইলি হামলায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি সিলভার লায়ন পুরস্কার জিতেছে। খবর আল জাজিরার।

শনিবার ফরাসি-তিউনিসিয়ান পরিচালক কাউথার বেন হানিয়া নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমাটি দ্বিতীয় স্থান অধিকার করে।

২০২৪ সালের জানুয়ারিতে গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয় ছয় বছরের শিশু হিন্দ রজব। পরিবারসহ গাড়িতে করে গাজা সিটি থেকে পালাতে গিয়ে হামলার শিকার হয়। হিন্দের সঙ্গে গাড়িতে ছিলেন তার চার চাচাতো ভাইবোন ও খালা-খালু। পরে সবাই নিহত হন। সেই ঘটনা অবলম্বনে সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ বানিয়েছেন ফরাসি-তিউনিসীয় নির্মাতা কাওথের বেন হানিয়া।

হামলার সময় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে করা রজবের ঘন্টাব্যাপী ফোনকলের আসল অডিও ব্যবহার করা হয়েছে। ইসরাইলের হামলায় গাড়িতে আটকা পড়েছিল ছোট্ট রজব। ফোনকলে উদ্ধারকারীরা তাকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। হামলায় তার খালা, চাচা ও তিন চাচাতো ভাইবোন মারা যায়।

এরপর রজবও মারা যায়। সেইসঙ্গে ইসরাইলি হামলায় নিহত হয় তাকে উদ্ধার করতে যাওয়া দুই অ্যাম্বুলেন্স কর্মীও।

বুধবার ভেনিসে প্রিমিয়ারের পর ছবিটি রেকর্ড ২৩ মিনিট ধরে স্ট্যান্ডিং ওভেশন পায়। এই ছবিটি ছিল এবারের উৎসবে সবচেয়ে আলোচিত।

চলচ্চিত্রটির নির্মাতা বেন হানিয়া তার পুরষ্কার গ্রহণ করে বলেন, ‘এটি কেবল রজবের গল্প নয়, বরং দুঃখজনকভাবে গাজায় গণহত্যা সহ্য করা সকলের গল্প।’

তিনি আরো বলেন, ‘সিনেমা হিন্দকে ফিরিয়ে আনতে পারবে না, এমনকি তার বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাও মুছে ফেলতে পারে না। যা কেড়ে নেওয়া হয়েছিল তা কিছুই পুনরুদ্ধার হবে না। তবে সিনেমা তার কণ্ঠস্বর সংরক্ষণ করতে পারে। সীমান্ত পেরিয়ে তার প্রতিধ্বনি ছড়িয়ে পড়তে পারে সবখানে।’

পরিচালক আরো বলেন, ‘যতক্ষণ না জবাবদিহিতা নিশ্চিত, ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকবে।’

গাজার ইসরাইলের হামলায় ১৮ হাজারের বেশি শিশুসহ ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরএ

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু