হোম > বিশ্ব

ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু ও দুর্বল’ বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একটি সাক্ষাৎকারে ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু’ ও ‘দুর্বল’ হিসেবে অভিহিত করেছেন। এসময় তিনি অভিবাসন ও ইউক্রেন বিষয়ক নীতির তীব্র সমালোচনাও করেছেন।

পলিটিকোতে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বেশিরভাগ ইউরোপীয় দেশ পচে যাচ্ছে।” তিনি ইউরোপের অভিবাসন নীতিকে “একটি বিপর্যয়” আখ্যায়িত করেন এবং মন্তব্য করেন, “তারা রাজনৈতিকভাবে সঠিক হতে চায়, আর সেটাই তাদের দুর্বল করে।” এছাড়া তিনি ইউরোপের নেতাদের মধ্যে “কয়েকজন সত্যিকারের বোকাও আছে” বলে উল্লেখ করেছেন।

ইউক্রেন ইস্যুতেও ট্রাম্প ইউরোপের প্রতি আক্রমণ চালান। তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে ইউরোপীয় উদ্বেগের উল্লেখ করে বলেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে চলে যেতে পারে।

এছাড়া ট্রাম্প ন্যাটো মহাসচিবের মন্তব্যকে হালকাভাবে উল্লেখ করে বলেন, “ন্যাটো আমাকে ড্যাডি বলে ডাকে। তারা কথা বলে কিন্তু কাজ করে না, আর যুদ্ধ কেবল চলতেই থাকে।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্র ও তার দীর্ঘমেয়াদী মিত্রদের মধ্যে ফাটল আরও গভীর করতে পারে। গত সপ্তাহে প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে ইউরোপ নিয়ে যে সমালোচনা করা হয়েছিল, ট্রাম্পের এই সাক্ষাৎকার তা আরও তীব্র করেছে।

সূত্র: এএফপি

এসআর

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

রাডারের ঘটনায় চীনের সাথে বিরোধে জাপানের পাশে যুক্তরাষ্ট্র

এবার ইউরোপের অবৈধ অভিবাসীদের বহিষ্কারের আহ্বান ট্রাম্পের

মাচাদোর পক্ষে নোবেল গ্রহণ করবেন তার কন্যা

জন্মসূত্রে নাগরিকত্ব ছিল দাসদের জন্য, ধনীদের নয়: ট্রাম্প

পুলিশি নিরাপত্তায় আল আকসা মসজিদে ইহুদিদের ঢল

ইমরান খানের বোনদের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা

ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান তুরস্কের

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে স্থানান্তর

থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ থামাতে ফোন করবেন ট্রাম্প