শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে গুরজিৎ সিং মালহি নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সিয়াটেল। এনডিটিভি এতথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মালহিকে গ্রেপ্তারের পর থেকে হট্টগোল শুরু হয়েছে পাঞ্জাবের রাজনৈতিক মহলে। বেশ কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে মালহির ছবি ফেসবুক ও এক্সে ছড়িয়ে পড়েছে।
বিজেপি ও কংগ্রেস নেতারা আম আদমি পার্টির (এএপি) নেতাদের সঙ্গে মালহির ছবি পোস্ট করেছেন। যার মধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এএপি নেতা ভগবন্ত মানের পরিবারের সদস্যেদের ছবিও ছিল।