হোম > বিশ্ব

গ্রিসের উপকূলে নৌকা থেকে ১৭ জনের লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

গ্রিসের ক্রিট উপকূলে থেকে আংশিকভাবে ভেঙে পড়া একটি নৌকা থেকে কমপক্ষে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শনিবার ক্রিট থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নিহতদের পাশাপাশি বেঁচে যাওয়া দুজনকে উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার।

গ্রীক কোস্টগার্ডের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে সবাই পুরুষ। তিনি আরো জানান, ‘সঙ্কটজনক অবস্থায় বেঁচে যাওয়া দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের ময়নাতদন্ত করা হবে।’ ক্রেটান বন্দর ইরাপেত্রার মেয়র মানোলিস ফ্রাঙ্গোলিস সাংবাদিকদের বলেন যে নিহতদের সকলেই অল্পবয়সী।

অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, একটি তুর্কি পণ্যবাহী জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে। গ্রীক কোস্টগার্ড ঘটনাস্থলে দুটি জাহাজ পাঠায়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি নৌকা, একটি বিমান এবং একটি সুপার পুমা হেলিকপ্টার পাঠায়।

কোস্টগার্ড জানিয়েছে, বেঁচে যাওয়া দুই ব্যক্তি বলেছেন যে খারাপ আবহাওয়ার কারণে তাদের জাহাজটি দুলতে থাকে। খাওয়া বা পান করার কোনো উপায় ছিল না।

গত বছর থেকে অভিবাসী এবং আশ্রয়প্রার্থীরা উত্তর আফ্রিকার লিবিয়া থেকে ইইউ অঞ্চলে পৌঁছানোর জন্য পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত গ্রীক দ্বীপ ক্রিটের দিকে মনোযোগ দিয়েছেন।

আরএ

দীর্ঘ অবরোধের পর খুলছে গাজার রাফা সীমান্ত ক্রসিং

চালু হলো ট্রাম্পের ‘শান্তি বোর্ড’, জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হওয়ার আশঙ্কা

আফগানিস্তানে যাবে বাংলাদেশের ওষুধ

ধসে পড়ছে কৃষি রপ্তানি, তারপরেও গাজায় ফল বেচবে না ইসরাইলি কৃষক

রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা যুদ্ধের শামিল হবে: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ড বিক্রির সম্ভাব্য মূল্য ১ বিলিয়ন ডলার, হিসাব দিলেন পুতিন

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শীতকালীন ঝড়

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

সার্বভৌমত্ব নিয়ে আলোচনা নয়, গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের প্রধানমন্ত্রী

জাপানে বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র পুনরায় চালুর উদ্যোগ স্থগিত