হোম > বিশ্ব

কলম্বিয়ায় বিমান হামলায় ১৯ গেরিলা নিহত

আমার দেশ অনলাইন

ছবি: এএফপি

কলম্বিয়ার সামরিক বাহিনী আমাজন অঞ্চলে মাদক পাচারকারী এক গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে অন্তত ১৯ জন যোদ্ধাকে হত্যা করেছে। মঙ্গলবার দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

অ্যাডমিরাল ফ্রান্সিসকো কিউবিডস জানান, ১০ নভেম্বর ভোরে চালানো বিমান হামলায় ‘১৯ সন্ত্রাসী নিহত’ হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে। অভিযানে বেশ কিছু সামরিক সরঞ্জামও জব্দ করা হয়েছে। তিনি বলেন, বিদ্রোহীদের আসন্ন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়।

লক্ষ্যবস্তু ছিল ফার্কের (FARC) একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী, যারা ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করে সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএমসি) নামে নতুনভাবে সংগঠিত হয়েছে। ইএমসি-র নেতৃত্বে রয়েছেন ইভান মর্ডিস্কো, যিনি কলম্বিয়ার সবচেয়ে ওয়ান্টেড বিদ্রোহী হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন, শান্তি আলোচনার ব্যর্থতার পর তিনি এই গোষ্ঠীর বিরুদ্ধে ‘বোমা হামলা ও সামরিকভাবে বিলুপ্তির’ নির্দেশ দেন।

ফার্কের নিরস্ত্রীকরণের পর থেকে ইএমসি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমানে এই গোষ্ঠী মাদক পাচার, চাঁদাবাজি ও অবৈধ খননের মাধ্যমে বিপুল অর্থনৈতিক ক্ষমতা অর্জন করেছে। এর ফলে দেশের বহু গ্রামীণ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সরকারি উপস্থিতি দুর্বল এমন এলাকাগুলোতে ইএমসি এখন প্রশাসনিক নিয়ন্ত্রণের মতো প্রভাব বিস্তার করছে। তারা স্থানীয় জনগণের ওপর কর আরোপ, পাচার রুট নিয়ন্ত্রণ ও খনন থেকে আয় করছে। বিশেষজ্ঞদের সতর্কতা—সরকার দ্রুত পদক্ষেপ না নিলে ইএমসি ভবিষ্যতে কলম্বিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, তার স্ত্রী ভেরোনিকা অ্যালকোসার, ছেলে নিকোলাস ও স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের বিরুদ্ধে মাদক কার্টেলদের প্রতি সহানুভূতিশীল আচরণের অভিযোগ আনা হয়েছে, যদিও ওয়াশিংটন পেট্রোর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ দেয়নি।

২০২২ সালে ক্ষমতায় আসার পর পেট্রো কোকেন উৎপাদনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতের বদলে আলোচনার পথ বেছে নেন। সমালোচকরা বলছেন, এই নীতি গেরিলা ও কার্টেলগুলোকে আরও শক্তিশালী করেছে এবং দেশে কোকেন উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সমালোচনা আগামী নির্বাচনে পেট্রোর রাজনৈতিক মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এসআর

ঘানায় সেনা নিয়োগ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৬

এবার রাশিয়ার নিষেধাজ্ঞায় জাপানের সাংবাদিক ও গবেষকরা

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে ২০০ কোটি মানুষ

গাজা যুদ্ধবিরতি আলোচনার নেতা ইসরাইল মন্ত্রীর পদত্যাগ

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসীর মৃত্যু

ইতিহাসের পাতায় ভারতে যত ভয়াবহ সন্ত্রাসী হামলা

দুর্নীতির অভিযোগে ইউক্রেনের বিচারমন্ত্রী বরখাস্ত

ইসলামাবাদে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার দিল্লির

মানব ঢাল, নির্বিচারে হত্যা—ইসরাইলি সেনাদের ভয়াবহ স্বীকারোক্তি

গাজায় কত ভবন ধ্বংস করেছে ইসরাইল, জানাল বিবিসি ভেরিফাই