হোম > বিশ্ব

গাজার আকাশে যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোন

হামাস-ইসরাইল যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গাজার আকাশে নজরদারি ড্রোন ‍ওড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক কর্মকর্তাদের বরাতে গত শুক্রবার নিউইয়র্ক টাইমস এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের দুজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলের সম্মতিতেই গাজা ভূখণ্ডের পরিস্থিতি ও কার্যকলাপ পর্যবেক্ষণ করতে ড্রোন অভিযানটি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে কি না, তা নিশ্চিত করতে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এসব নজরদারি ড্রোন ওড়ানো হচ্ছে।

এই কর্মকর্তা ড্রোনের উড্ডয়ন পথ সম্পর্কে কিছু জানাতে সক্ষম হননি। তারা জানান, নজরদারি ড্রোনগুলো দক্ষিণ ইসরাইলে অবস্থিত সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারের মিশনে সহায়তা করছে। দুই শতাধিক মার্কিন সেনাসদস্য উপস্থিত থাকা কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার পরিদর্শন করেন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন সামরিক বাহিনী এর আগেও গাজা উপত্যকায় বিশেষ ধরনের এমকিউ-৯ রিপার ড্রোন দিয়ে নজরদারি কার্যক্রম পরিচালনা করেছিল। জিম্মিদের অবস্থান শনাক্তকরণে ইসরাইলের সামরিক বাহিনীকে সহায়তা করতে তখন বিশেষ এই নজরদারি ড্রোন ওড়ানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে নজরদারি ড্রোন অভিযান সম্পর্কে বিস্তারিত কোনো উত্তর দেয়নি। তবে ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানান, যুক্তরাষ্ট্র আশঙ্কা করছিল যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি থেকে সরে যেতে পারেন।

ইসরাইলে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যানিয়েল শাপিরো বলেছেন, গাজায় যুক্তরাষ্ট্রের নজরদারি ড্রোনগুলো ‘এমন এক অংশে পর্যবেক্ষণ করছে, যেখানে ইসরাইল সক্রিয় হুমকি অনুভব করে’।

শাপিরোর বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, এই নজরদারি কার্যক্রম ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র ইসরাইলের ওপর নির্ভর না করে গাজা অভ্যন্তরে কী ঘটছে, তা স্বাধীনভাবে দেখতে চাচ্ছে। যদি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ আস্থা ও স্বচ্ছতা থাকত, তবে এটির প্রয়োজন ছিল না। তবে যুক্তরাষ্ট্র অবশ্যই যে কোনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা দূর করতে চায়।

ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনায় আটক ২

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

অস্ত্র সমর্পণে যে শর্ত দিলো হামাস

যুক্তরাষ্ট্রের গোপন অভিযান মোকাবেলায় সামরিক মহড়া ভেনেজুয়েলার

সেনাবাহিনীকে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরাইলের

‘ইসলামোফোবিয়ার’ বিরুদ্ধে ‍শক্ত অবস্থান মামদানির

মালয়েশিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

মালয়েশিয়ায় বিমানবন্দরে নাচলেন ট্রাম্প

ফিলিস্তিন-ইসরাইলের মাঝে খ্রিষ্টান রাষ্ট্র চান ট্রাম্পের সাবেক উপদেষ্টা

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি সই