অস্ট্রেলিয়ায় বুধবার দিনের প্রথম প্রহর থেকেই কার্যকর হয়েছে নতুন সাইবার–নিরাপত্তা আইন, যার ফলে দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের বিপুলসংখ্যক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। শিশু-কিশোরদের অনলাইন সহিংসতা, আসক্তি ও ক্ষতিকর কনটেন্টের প্রভাব থেকে রক্ষা করতেই এ পদক্ষেপ নিয়েছে সরকার।
আইন অনুসারে এখন থেকে ১৬ বছরের নিচের কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক বা ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ২০২৪ সালের নভেম্বরে আইনটি প্রণয়নের ঘোষণা দেন, যা পরবর্তীতে পার্লামেন্টে অনুমোদন পায়। তবে তিনি পরিষ্কার করেছেন, নিয়ম ভাঙলে অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
ব্যবহারকারীর বয়স যাচাই করার দায়িত্ব প্ল্যাটফর্মগুলোর, আর তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সর্বোচ্চ ৪ কোটি ৪৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হতে পারে।
সমর্থকদের দাবি, এই আইন শিশুদের ক্ষতিকর অ্যালগরিদম, সহিংসতা, পর্নোগ্রাফি ও ভুয়া তথ্য থেকে রক্ষা করবে এবং সাইবার বুলিং ও অনলাইন শোষণ কমাবে। পাশাপাশি তারা মনে করেন, এটি শিশুদের বাইরে সময় কাটাতে উৎসাহিত করবে এবং তাদের শারীরিক–মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে।
অন্যদিকে সমালোচকেরা বলছেন, বয়স যাচাইয়ের প্রযুক্তি কতটা নির্ভরযোগ্য—সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিধিনিষেধ নাজুক বা একাকী শিশুদের আরও বিচ্ছিন্ন করে দিতে পারে এবং তাদের নিয়ন্ত্রনহীন অনলাইন পরিবেশের দিকে ঠেলে দিতে পারে।
সূত্র: বিবিসি
এসআর