আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থ্যতা করবে ইরান। এ লক্ষ্যে আগামী সপ্তাহে তেহরান পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে নতুন করে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। খবর বার্তা সংস্থা মেহেরের।
প্রতিবেদেনে বলা হয়, গুরুত্বপূর্ণ এই বৈঠক আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে। এরআগে দোহা, ইস্তাম্বুল এবং জেদ্দায় কয়েক দফা আলোচনা হয়। তবে সবগুলো আলোচনাই ব্যর্থ হয়।
আসন্ন তেহরানের বৈঠকে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের আফগানিস্তান-বিষয়ক বিশেষ দূত মুহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন।
ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে আফগান সরকার।