পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের দ্রুত এবং কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রোববার জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজের সময় ডেইলি জাংকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর জিও নিউজের।
এসময় তিনি আকাশের দিকে আঙুল তুলে বলেন, ‘আমি পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাইনি, আল্লাহই জয়ের দিকে নিয়ে গেছেন।’
তিনি আরো বলেন, ‘এটা আল্লাহর বিশেষ আশীর্বাদ যে মে মাসে পাকিস্তানের শত্রুরা পরাজিত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এর সেনারা আল্লাহর নামে যুদ্ধ করে।’
গত মে মাসে পাকিস্তানে হামলা চালায় ভারত। দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধে পাকিস্তান সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফাল বিমানও ছিল। এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী নিহত হন।
ভারতের এই হামলা চালায় জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর। পেহেলগাম হামলায় ২৮ জন নিহত হন। নয়াদিল্লি কোনো নির্দিষ্ট প্রমাণ না দিয়েই পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করে।
পাকিস্তানের সেনাপ্রধান শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধে যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, সেইভাবেই ভবিষ্যতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে।’
ফিল্ড মার্শাল মুনির কুরআনের আয়াতের কথা উল্লেখ করে বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে লড়াই করলে যেকোনো শত্রুকে পরাজিত করা সম্ভব।
আরএ