হোম > বিশ্ব

পাক-আফগান সংঘাত দ্রুত সমাধানে আত্মবিশ্বাসী ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি পাকিস্তান-আফগানিস্তান সংঘাত দ্রুত সমাধান করতে পারবেন। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। খবর জিও নিউজের।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি উভয় পক্ষকে শান্তি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করার বিষয়ে আত্মবিশ্বাসী।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা গড়ে প্রতি মাসে একটি করে এমন সমস্যার সমাধান করছি। মাত্র একটি বাকি আছে। আমি খুব দ্রুত এটি সমাধান করব। আমি তাদের উভয়কেই জানি এবং ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রী মহান ব্যক্তি।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার হিসেবে দেখেন। তিনি আরো বলেন, ‘যদি আমি সময় নিতে পারি এবং লাখ লাখ জীবন বাঁচাতে পারি, তবে এটি হবে দারুণ বিষয়।’

ট্রাম্প আরো বলেন, ‘অন্যান্য প্রেসিডেন্টদের মতো তিনি যুদ্ধ শুরু করার পরিবর্তে যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করেছেন।’

এই মাসের শুরু থেকে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সংঘাতে উভয় পক্ষেরি বহু সেনা ও নাগরিক নিহত হয়েছেন। ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে। ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর থেকে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত।

ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ধরনের হামলা বন্ধ করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

গত সপ্তাহান্তে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ইস্তাম্বুলে দ্বিতীয় দফা আলোচনার সময়, পাকিস্তানের পক্ষ থেকে আফগান তালেবানদের কাছে একটি বিস্তৃত সন্ত্রাসবিরোধী পরিকল্পনা হস্তান্তর করা হয়েছে।

আরএ

ভারতের মহড়া, পাকিস্তানের আকাশসীমা ‘বন্ধ ঘোষণা’

দুবাইয়ে ভাসমান জাদুঘর, কী আছে এতে

আবারও কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ ট্রাম্পের

৮৩ সন্তানের মা হচ্ছেন আলবেনিয়ার এআই মন্ত্রী

জ্বালানি সংকটে মালিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে জয় পেলো প্রেসিডেন্ট মিলেইর দল

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে চান না অধিকাংশ ইসরাইলি

হাতকড়া পরিয়ে ৫৪ ভারতীয়কে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

গাজায় বিপুল পরিমাণ বর্জ্য ফেলছে ইসরাইল

রুশ-মার্কিন বৈঠক ওয়াশিংটনের ওপর নির্ভরশীল: ল্যাভরভ