হোম > বিশ্ব

সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা সানা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদেরকে নিষেদাজ্ঞার তালিকা থেকে বাদ দিতে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটিতে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য পক্ষে ভোট দেয়। আর চীন ভোটদানে বিরত ছিল।

সিরিয়ার ওপর থেকে নিষেLfজ্ঞা তুলে নিতে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘এই প্রস্তাব গৃহীত হওয়ার মাধ্যমে নিরাপত্তা পরিষদ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে, আর তাহলো সিরিয়া একটি নতুন যুগে প্রবেশ করছে।’

তবে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, প্রস্তাবটি সকল পক্ষের যৌক্তিক উদ্বেগ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে ফু কং আরো বলেন, প্রস্তাব উত্থাপণকারী দেশ সকল সদস্যের মতামতকে পুরোপুরি গুরুত্ব দেয়নি এবং নিজস্ব রাজনৈতিক এজেন্ডা পুরণের লক্ষ্যে পরিষদের সদস্যদের মধ্যে বিশাল মতপার্থক্য থাকা সত্ত্বেও পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

চীন সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নে দ্রুত গঠনমূলক ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।

আহমেদ আল-শারার নেতৃত্বে তার সংগঠন হায়াত তাহরির আল-শাম গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হন।

শারার সংগঠনটি একসময় আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল। যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়।

আরএ

ইসরাইলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নিহত

যে কারণে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে মুসলিম দেশ কাজাখস্তান

তেহরানের বাসিন্দাদের সরিয়ে নেয়া হতে পারে: পেজেশকিয়ান

পাক-আফগান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ৫

নিষেধাজ্ঞা তুলে নিতে ইরানের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প

যুক্তরাষ্ট্র কি ভারতকে বাদ দিয়ে চীনবিরোধী জোট গড়ছে

দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট চলাচলে বিপর্যয়

ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান

গাজায় শিগগিরই মোতায়েন হচ্ছে আন্তর্জাতিক বাহিনী: ট্রাম্প

রাফায় আটকে পড়া হামাস যোদ্ধাদের সমঝোতার প্রস্তাব মিশরের