হোম > বিশ্ব

নাইজেরিয়ায় নোকৗ ডুবে ৪০ নিখোঁজ

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম সোকোতো রাজ্যে নৌকা ডুবে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। রোববার রাজ্যের একটি বাজারে যাওয়ার সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান জুবাইদার উমর সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, নৌকা ডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তারা স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি সেবাপ্রদানকারীদের সাথে কাজ করছেন।

২৯ জুলাই, উত্তর-পশ্চিম জিগাওয়া রাজ্যে খামারের কাজ থেকে বাড়ি ফেরার পথে একটি নৌকা ডুবে গেলে ছয়জন ডুবে যায়।

এর দুই দিন আগে, উত্তর-মধ্য নাইজেরিয়ার নাইজার রাজ্যে প্রায় ১০০ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ১৩ জন মারা যান।

২০২৪ সালের আগস্টে নৌকা ডুবির ঘটনায় সোকোতো রাজ্যে অন্তত ১৬ জন কৃষক নিহত হয়। এছাড়া গত দুই দিন আগে মধ্য নাইজেরিয়াতে পৃথক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়।

নাইজেরিয়ায় নৌকা ডুবি একটি সাধারণ ঘটনা। বিশেষ করে দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি নৌকা ডুবি হয়।

আরএ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার

শান্তির জন্য ইসরাইল সরকারের পুনর্গঠন প্রয়োজন

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শিগগিরই শুরু: নেতানিয়াহু

ইউক্রেন, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে সোমবার ম্যাক্রোঁর বৈঠক

চীন-জাপানের যুদ্ধবিমান সংঘর্ষে নতুন উত্তেজনা

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ইউক্রেন শান্তিচুক্তি ‘শেষ ধাপে’: মার্কিন দূত

বেনিনে সামরিক অভ্যুত্থান, সরকার বিলুপ্ত ঘোষণা

মাদুরোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বললেন এরদোয়ান