সিরিয়ায় ইসরাইলের হামলায় শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ইসরাইলি সেনা আহত হয়েছে। শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা একথা জানিয়েছে।
ইসরাইলি সেনারা শুক্রবার ভোর হওয়ার আগে বেইত জিন শহরে অভিযান চালিয়ে এলাকাটি দখল এবং তিনজনকে গ্রেপ্তার করে।
সানার প্রতিবেদনে বলা হয়, শিশুসহ আরো তিনজনের লাশ কুনেইত্রার আল-সালাম শহরের আল-গোলান হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ইসরাইলি ড্রোনগুলো মাথার ওপর দিয়ে ঘুরছিল।
ইসরাইলি সেনারা শহরে প্রবেশের কিছুক্ষণ আগে ভোর ৩ টা ৪০ মিনিটে ইসরাইলি কামান বেইত জিনে আঘাত হানে।
অনুপ্রবেশের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আক্রমণকারী ইসরাইলি বাহিনীর সংঘর্ষ শুরু হয়।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ছয় সেনা আহত হয়েছে। এদের মধ্যে তিনজন গুলি বিনিময়ে গুরুতর আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী আরো জানিয়েছে, সকল সন্দেহভাজনকে হয় গ্রেপ্তার করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে। ইসরাইলের জন্য যেকোনো হুমকির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।
আরএ