হোম > বিশ্ব

গাজায় আতঙ্ক ছড়াচ্ছে ইসরাইলি ‘বুবি-ট্র্যাপ রোবট’

আমার দেশ অনলাইন

ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের গাজা শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু বিপুল সংখ্যক ফিলিস্তিনি এখনো সেখানে রয়ে গেছেন

গাজার বাসিন্দা আলম আল-ঘৌল বলেছেন, পুরাতন সামরিক যানগুলো বিশাল মোবাইল বোমায় পরিণত করে আবাসিক এলাকার কেন্দ্রস্থলে স্থাপন করা হয় এবং রিমোটের মাধ্যমে এগুলোর বিস্ফোরণ ঘটিয়ে ভবনগুলো ধ্বংস করে ফেলা হয়। ফলে আশেপাশের যে কোনো ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে টুকরো টুকরো হয়ে যায়। এর প্রভাব বিমান হামলার চেয়েও ভয়াবহ এবং ধ্বংসাত্মক। স্থানীয়রা এটিকে ‘বুবি-ট্র্যাপ রোবট’ বলে, জানান তিনি।

তারা বলছে, এই প্রথমবারের মতো এমন অস্ত্র দেখছে, যা অতীতে কোনো যুদ্ধ পরিস্থিতিতেই তারা দেখেনি, খুব ঘন ঘন এগুলো ব্যবহার করে গাজায় আক্রমণ হচ্ছে এখন।

এই রোবটগুলো পুরানো ট্যাঙ্ক বা সাঁজোয়া সৈন্যবাহক হতে পারে যা আর ব্যবহারের জন্য উপযুক্ত নয়, যোগ করেন আলম আল-ঘৌল। তিনি বলেন, তারা এগুলো বিস্ফোরক দিয়ে ভরে দেয় এবং তারপর গাজা শহরের রাস্তায় ফেলে যায়, এবং রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। লক্ষ্যবস্তু এলাকায় স্থাপনের কয়েক মিনিট পরেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ রক্তবর্ণ হয়ে যায়।

তিনি আরো বলেন, বিস্ফোরণ এলাকার আশেপাশে যদি মানুষ থাকে, তাহলে তাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এমনকি ধ্বংসাবশেষও ছিন্নভিন্ন হয়ে যায়, আমরা তাদের অক্ষত পাই না। ভবনগুলো সম্পূর্ণরূপে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। জায়গাগুলো ফাঁকা করে ফেলা হয়েছে। এটি ইসরাইলি বাহিনীর জন্য ‘যেন এটি একটি পরিচ্ছন্নতা অভিযান’।

এমন ধ্বংসযজ্ঞের প্রত্যক্ষদর্শী ঘৌল বলেন, পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।

আমরা অন্তত তিন জন বাসিন্দার সাথে কথা বলেছি, যারা ধ্বংসযজ্ঞের পরিধি ৩০০ থেকে ৫০০ বর্গমিটারের মধ্যে বলে জানিয়েছে।

‘রোবট’ বিস্ফোরণের সময় কিছু পরিবার ওইসব বাড়িতে ছিল এবং ঘরবাড়ি তাদের মাথার উপরেই ভেঙে পড়ে। আল-জায়তুন, শেখ রাদওয়ান ও জাবালিয়ার মতো আশেপাশের এলাকায় এখনো কিছু লোক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে।

গাজায় হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ১৩ আগস্ট থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের অভ্যন্তরে স্থল অভিযান চালিয়ে আসছে, যাতে শুধুমাত্র এই সময়ে ১১শ’ মানুষ নিহত এবং ছয় হাজারেরও বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য ও সরকারি কর্তৃপক্ষের পরিসংখ্যানে।

বিবৃতি অনুসারে, সামরিক অভিযানে ৭০টিরও বেশি সরাসরি বিমান হামলার পাশাপাশি যুদ্ধবিমান দিয়ে বোমাবর্ষণ করা হয়েছে, জনবহুল এলাকায় ১০০ টিরও বেশি বিস্ফোরক রোবট বিস্ফোরণের ফলে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এটি এতটাই শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে পারে যে প্রায় ৭০ কিলোমিটার দূরে তেল আবিবেও তা অনুভূত হতে পারে।

বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অস্ত্র মোতায়েনের অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আভিচায় আদরাইয়ের সাথে যোগাযোগ করে বিবিসি নিউজ অ্যারাবিক।

আদ্রাই বলেন, আমরা অপারেশনাল পদ্ধতি নিয়ে আলোচনা করি না, তবে আমি বলতে পারি যে আমরা এক্ষেত্রে বিভিন্ন উপায় অবলম্বন করি— কিছু অত্যন্ত উদ্ভাবনী এবং প্রথমবারের মতো ব্যবহৃত– এসব আমাদের লক্ষ্য অর্জনের জন্য, হামাস সন্ত্রাসীদের নির্মূল করতে এবং ইসরাইলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে।

ভয়াবহ বিস্ফোরণ

গাজা শহরের আরেক বাসিন্দা নিদাল ফাওজি প্রশ্ন তোলেন, গাজা কি ইসরাইলি অস্ত্রের সক্ষমতা পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে কি না। তিনি বলেন, তথাকথিত রোবটগুলো বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং মানুষকে পালাতে বাধ্য করে।

পূর্ববর্তী একটি সামরিক অভিযানের সময় এই অস্ত্র ব্যবহার করতে দেখেছেন বলে জানান তিনি।

তখন মধ্যরাত ছিল। আমি একটি সামরিক যানকে বিশাল, আয়তাকার ‘রোবট’ টেনে নিয়ে যেতে দেখেছি। তারা এটিকে একটি দেয়ালের সাথে আটকে রেখে চলে যায়। আমি আমার পরিবারকে চিৎকার করে বলি, অবিলম্বে সেখান থেকে চলে যেতে হবে। আমরা পালিয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই, এমন একটি বিস্ফোরণ ঘটে যা আমি আগে কখনও দেখিনি।

ফাওজি বলেন, যে বিস্ফোরণটি ভয়াবহ ছিল।

আল-জায়তুনে, আমি মৃতদেহগুলোকে ছোট ছোট টুকরো হতে দেখেছি। এমনকি ১০০ মিটার দূরেও, বিস্ফোরণের চাপে শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা গেছে। এই যুদ্ধে আমরা যা দেখেছি, তার মধ্যে এটিই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র।

ফাওজি বলেন, বিস্ফোরণের আগে সেখানকার বাসিন্দারা ‘কেবল পালানোর কথাই ভাবছিলেন’, তারা ‘বিস্ফোরক লৌহ দানব’ থেকে পালানোর চেষ্টা করছিলেন।

সামরিক অভিযানের খরচ কমানো

কাতারের জোয়ান বিন জসিম একাডেমি ফর ডিফেন্স স্টাডিজের নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক হানি আল-বাসৌস, যিনি পূর্বে গাজা উপত্যকায় কাজ করেছিলেন, তিনি বলেন, ইসরাইলি সেনাবাহিনী ‘সামরিক অভিযানের খরচ কমাতে এবং ইসরাইলি হতাহত এড়াতে’ সরাসরি সংঘর্ষ ছাড়াই আবাসিক এলাকা, টানেল ও বড় ভবন ধ্বংস করতে এই দূরবর্তী নিয়ন্ত্রিত বিস্ফোরক যানবাহন ব্যবহার করছে।

তিনি বলেন, এগুলো প্রচুর পরিমাণে বিস্ফোরক বহন করে এবং তা টানেল ও আবাসিক ব্লকে ব্যবহার করা হয়, যার ফলে বিশাল বিস্ফোরণ ঘটে।

গাজার আরেক বাসিন্দা কারেম আল-ঘারাবলি বলেন যে তিনি ২০২৫ সালের এপ্রিলে গাজা শহরের পূর্বে একটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি হামলার সময় এই অস্ত্রের ব্যবহার দেখেছেন।

ঘারাবলি বলেন, আমি বিস্ফোরণ থেকে প্রায় ৪০০ মিটার দূরে ছিলাম, তবুও বিস্ফোরকের টুকরো এবং পাথর আমাদের বাড়িতে পৌঁছে যায়। আকাশ লাল হয়ে যায় এবং সেই আলোতে প্রায় অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ছিল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুরশ বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী এখন গাজা শহরের অভ্যন্তরে প্রতিদিনই এই বিস্ফোরক ‘রোবট’-এর উপর নির্ভর করছে। এটি ‘একটি কৌশল যা বেসামরিক নাগরিকদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করে মানবিক বিপর্যয়কে আরও খারাপ করে তুলছে।’

তিনি দাবি করেন যে প্রতিটি রোবট সাত টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে, যেগুলোর মধ্যে প্রতিদিন সাত থেকে দশটি বিস্ফোরিত হয়, যা ব্যাপক বাস্তুচ্যুতি ঘটাচ্ছে এবং পশ্চিম গাজার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৬০ হাজারে উন্নীত করছে।

ড. মুনির আল-বুরশ সতর্ক করে দিয়ে বলেন যে, এই রোবটগুলোর ক্রমাগত ব্যবহার ‘গণহত্যা সংঘটন এবং আবাসন অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস’ করতে পারে, বিশেষ করে অবরোধের সময় উদ্ধার ও ত্রাণ সক্ষমতার ঘাটতি তৈরির মাধ্যমে।

* গাজার বর্তমান পরিস্থিতির কারণে, এই লেখায় ব্যবহারের জন্য প্রশ্নবিদ্ধ যানের ছবি বা বিস্ফোরণের পর তাৎক্ষণিক ছবি খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এই প্রতিবেদনের ছবিগুলো গাজা শহরে ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের পর তোলা।

সূত্র: বিবিসি বাংলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতারদের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন