হোম > বিশ্ব

১৫ দিনে আফগানিস্তানে ফিরেছে দেড় লাখ শরণার্থী, নেপথ্যে কী

আমার দেশ অনলাইন

সীমান্তে সংঘর্ষের পর থেকে আফগানিস্তানে শরণার্থীদের ঢল যেন থামছেই না। গত ১৫ দিনে পাকিস্তান, ইরান ও তুরস্ক থেকে এক লাখ ৫০ হাজারের বেশি আফগান নাগরিক আফগানিস্তানে ফিরে এসেছেন।

শনিবার (৮ নভেম্বর) আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ।

আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলমুতালিব হাক্কানি জানিয়েছেন, গত ১৫ দিনে পাকিস্তান থেকে ২৪ হাজার ৭৮৭টি পরিবার, ইরান থেকে ১ হাজার ২৫১টি পরিবার এবং তুরস্ক থেকে ৬টি পরিবার ফিরে এসেছে।

প্রত্যাবর্তনকারীদের মধ্যে রয়েছেন নূরুল্লাহ ও মোহাম্মদ আমিরের মতো অনেকে, যারা প্রথমবারের মতো দেশে ফিরেছেন। তারা জানান, পাকিস্তানে অবস্থানকালে পুলিশের কড়াকড়ি, হয়রানি ও জোরপূর্বক বহিষ্কারের শিকার হয়েছেন।

এর আগে পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীরা দাবি করেছেন যে, পাকিস্তানি সেনাবাহিনী তাদের বাড়িঘর ধ্বংস করেছে এবং তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য তাদের ভাগ্য এখন অনিশ্চিত, কোনো আশ্রয় বা আয়ের কোন উৎস করেছে। শরণার্থীরা এখন গভীর অনিশ্চয়তার জীবন-যাপন করছেন।

নূরুল্লাহ বলেছেন, “আমরা সীমান্তে দুই সপ্তাহ, কান্দাহারে এক সপ্তাহ এবং এখন কাবুলে চার দিন ধরে আছি। এখনো কেউ আমাদের প্রদেশে নেওয়ার ব্যবস্থা করেনি।”

প্রত্যাবর্তনকারীরা শীতের আগে আশ্রয়, খাদ্য ও কর্মসংস্থানের সহায়তা চান। কাবুলের প্রত্যাবর্তন শিবিরে বর্তমানে ৭ হাজারের বেশি মানুষ অবস্থান করছেন। এদিকে তালেবান প্রশাসন প্রতিবেশী দেশগুলোকে জোরপূর্বক আফগান শরণার্থী বহিষ্কার বন্ধের আহ্বান জানিয়েছে।

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান