ভেনেজুয়েলা নিয়ে ‘গুরুতর ভুল’ না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, মিত্র কারাকাসের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার অবরোধের নির্দেশ দিয়েছেন, যা ওয়াশিংটন ও নিকোলাস মাদুরোর নেতৃত্বে দক্ষিণ আমেরিকার দেশটির মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টিা করেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে গত ১৬ ডিসেম্বর দেশটির সকল অনুমোদিত তেলের ট্যাংকারের ওপর পূর্ণ অবরোধের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা তাদের তেল বিক্রির অর্থ মাদক পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।
ভেনেজুয়েলা জোর দিয়ে বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার ফলে তাদের অপরিশোধিত তেল রপ্তানি প্রভাবিত হয়নি।
সাম্প্রতিক মাসগুলোয় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় চালানো একাধিক সামরিক হামলায় বহু মানুষ নিহত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আশা করে যে হোয়াইট হাউস মারাত্মক ভুল হতে দেবে না। উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে মাদুরোর সরকারের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছে মস্কো।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আরএ