হোম > বিশ্ব

যুক্তরাজ্য থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে তুরস্ক

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ইউরোফাইটার টাইফুন জেট কিনতে যুক্তরাজ্যের সঙ্গে প্রায় ১১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। চুক্তির লক্ষ্য ২০টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তুরস্কের বহরে যুক্ত করা। সোমবার আঙ্কারায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এই চুক্তি সই করেন। খবর আল জাজিরার।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপকে ‘এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি’ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে এরদোয়ান একে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি ‘নতুন প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন।

চুক্তি সই হওয়ার পর স্টারমার বলেন, চুক্তিটি ন্যাটোর জন্যও একটি জয়। তিনি বলেন, ‘এটি ন্যাটোভুক্ত দক্ষিণ-পূর্ব অংশ, তাই যুক্তরাজ্যের সাথে এই সক্ষমতা ন্যাটোর জন্যও সত্যিই গুরুত্বপূর্ণ।’

স্টারমার জানান, চুক্তির অধীনে প্রথম টাইফুনগুলোর চালান ২০৩০ সালে আঙ্কারায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত জুলাইয়ে ৪০টি টাইফুন সরবরাহের জন্য একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করে তুরস্ক ও যুক্তরাজ্য।

ইউরোফাইটার হলো একটি যৌথ পরিকল্পনায় তৈরি যুদ্ধবিমান। এর সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি, ইতালি এবং স্পেনও। তুরস্ক আরও যুদ্ধবিমান ক্রয় করতে চায়। দেশটির কর্মকর্তারা বলছেন, নিজস্ব ‘কান’ যুদ্ধবিমান কার্যকর হওয়ার আগে তাদের নৌবহরকে শক্তিশালী করার জন্য ১২০টি যুদ্ধবিমান কিনতে চায় আঙ্কারা।

এরই ধারাবাহিকতায় ইসরাইলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সাথে ব্যবধান পূরণ করার প্রচেষ্টার অংশ হিসেবে কাতার ও ওমান থেকে আরও ১২টি টাইফুন কিনতে চায় দেশটি। এমনটি জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরএ

অন্ধ্রপ্রদেশে আঘাত হানলো ঘূর্ণিঝড় ‘মোন্থা’

রাশিয়ার সহযোগিতায় যাত্রীবাহী বিমান তৈরি করবে ভারত

কালো জাদুর রাজধানী আসামের মায়ং গ্রামে কী আছে

সমাধান ছাড়াই শেষ ইস্তাম্বুলে পাক-আফগান শান্তি আলোচনা, কারণ কী

গাজা যুদ্ধবিরতির মধ্যে আবারো ইসরাইলি হামলা, নিহত ৩

ভয়াবহ ঝড়ের আঘাতে বিপর্যস্ত জ্যামাইকা

কেনিয়ায় বিমান বিধ্বস্ত, ১২ আরোহীর মৃত্যুর আশঙ্কা

চ্যাটজিপিটিকে আত্মহত্যার ইচ্ছা জানায় সপ্তাহে ১০ লাখ মানুষ

ট্রাম্প কি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার উপায় খুঁজছেন

আরো এক জিম্মির লাশ ফেরত দিলো হামাস