হোম > বিশ্ব

এবার জেন-জি বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মরক্কো

আমার দেশ অনলাইন

ছবি: আরব নিউজ

এশিয়া ছাড়িয়ে এবার জেন-জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তরুণরা। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, সরকারের দুর্নীতির প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত ১১টি শহরে শত শত তরুণ রাস্তায় নেমে আসে। তারা সরকারের দুর্নীতির নিন্দা এবং স্বাস্থ্য ও শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানায়।

নাজুক স্বাস্থ্যসেবার কথা তুলে ধরে বিক্ষোভকারীরা বলছেন, যেখানে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের সংকট রয়েছে, সেখানে স্বাস্থ্যখাতে বিনিয়োগ না বাড়িয়ে বহু অর্থ ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো।

‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়’ এমন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

ফিফা বিশ্বকাপের জন্য মরক্কো কমপক্ষে তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণ করছে এবং কমপক্ষে অর্ধ ডজন স্টেডিয়াম সংস্কার বা সম্প্রসারণ করছে। এটি এই বছরের শেষের দিকে আফ্রিকা কাপ অব নেশনসও আয়োজন করবে মরক্কো।

রাবাত এবং মারাকেশসহ বেশ কয়েকটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। কাসাব্লাঙ্কাসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ক্যাসাব্লাঙ্কায় বিক্ষোভরত ২৭ বছর বয়সী প্রকৌশলী ইউসুফ বলেন, ‘আমি কেবল স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার চাই না, আমি পুরো ব্যবস্থার সংস্কার চাই।’

মরোক্কান অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে মারধরও করে পুলিশ। এর সমালোচনা করে সংগঠনটি বলছে, বিক্ষোভকারীদের গ্রেপ্তারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকেই বাধাগ্রস্ত করা হচ্ছে।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা