ছবি: আল জাজিরা
হোম > বিশ্ব

চীন সফরে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

আগামী বছরের শুরুতে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, ‘আমাকে চীন যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি আগামী বছরের শুরুর দিকেই সফরে যাব।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, শুল্ক নিয়ে সাম্প্রতিক বিরোধ সত্ত্বেও, দক্ষিণ কোরিয়ায় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। চলতি মাসের শেষের দিকে এই বৈঠক হতে পারে।

যদিও সম্প্রতি শুল্ক ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। মাত্র এক সপ্তাহ আগেই পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেসময় চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করে, আর বিপরীতে ট্রাম্প হুমকি দেন- চীনা পণ্যের ওপর শুল্ক ১০০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারেন তিনি।

তবে সোমবার ট্রাম্প বলেন, দুই দেশের একসঙ্গে উন্নতি করা দরকার।

চীন তাইওয়ান দখল করতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্য পেন্টাগনের পর্যবেক্ষণের বিপরীত। এরআগে পেন্টাগন এক পর্যালোচনায় জানিয়েছিল যে, ২০২৭ সালে তাইওয়ান দখলের পরিকল্পনা করছে চীন।

ট্রাম্প বলেন, ‘তাইওয়ান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চোখের মনি। তাইওয়ান নিয়ে চীনের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে সেখানে আক্রমণ থেকে বিরত থাকবে বেইজিং।’

আরএ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দ্বিরাষ্ট্রীয় সমাধানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮

আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের চেষ্টা

হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: ট্রাম্প

হিন্দুত্ববাদীদের মুসলিম নির্যাতনের প্রতীক বুলডোজার

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিন বৈঠক