হোম > বিশ্ব

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চীন থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। বিরল খনিজ সম্পর্কিত ইস্যুটিও সমাধান হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের চুক্তি হয়ে গেছে।

ট্রাম্প জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুটিও সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকের পর ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্টের সাথে তার চমৎকার আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং কিছুক্ষণের মধ্যেই সেগুলো আপনাদের জানানো হবে।’

ট্রাম্প জানান, বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে জল্পনা ছিলো যে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ আসবে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শি জিনপিংয়ে সাথে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের প্রেসিডেন্টের সাথে এটাই তার প্রথম বৈঠক।

আরএ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই

সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে ২০০ আইএস যোদ্ধা

সৌদি আরবে কর্মী নিয়োগে নতুন নিয়ম

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ