হোম > বিশ্ব

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চীন থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। বিরল খনিজ সম্পর্কিত ইস্যুটিও সমাধান হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের চুক্তি হয়ে গেছে।

ট্রাম্প জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুটিও সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকের পর ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্টের সাথে তার চমৎকার আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং কিছুক্ষণের মধ্যেই সেগুলো আপনাদের জানানো হবে।’

ট্রাম্প জানান, বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে জল্পনা ছিলো যে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ আসবে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শি জিনপিংয়ে সাথে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের প্রেসিডেন্টের সাথে এটাই তার প্রথম বৈঠক।

আরএ

ভারতে মারা গেলেন আ. লীগের সাবেক এমপি

কেন বারবার ইসরাইলি আক্রমণের শিকার জলপাই গাছ

৭ অক্টোবরের ঘটনার জন্য ইসরাইলের দখলদারিত্বই বেশি দায়ী

ট্রাম্প–শি বৈঠক: আলোচনায় প্রাধান্য পেলো যে বিষয়গুলো

আসামে ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত’, রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪

মোদিকে ‘খুনি’ বললেন ট্রাম্প

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কি না, জানালেন আইএইএ প্রধান

গাজায় গণহত্যায় ৬০ দেশ জড়িত

ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মেলিসার তাণ্ডব, নিহত ২৫