হোম > বিশ্ব

যে কথা হলো ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে

যুদ্ধবিরতি চুক্তি

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবের প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। চুক্তির পর ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের।

আজ (বৃহস্পতিবার) টাইমন অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে খুবই আবেগঘন ও উষ্ণ আলাপ করেছেন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে পার্লামেন্টে ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন এই দুই নেতা।

নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে তার প্রচেষ্টা এবং নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্ব এবং তার নেয়া পদক্ষেপের প্রশংসা করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রথম পর্যায় বাস্তবায়নের চুক্তির প্রশংসা করে বলেন, ‘আজ ইসরাইলের জন্য একটি দারুণ দিন।’

এদিকে, শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে তারা রাজি বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বুধবার ট্রাম্প তার নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লেখেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরাইল ও হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে।’

আরএ

মুর্শিদাবাদে বাবরি মসজিদ ও রামমন্দিরের রাজনীতি

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার

শান্তির জন্য ইসরাইল সরকারের পুনর্গঠন প্রয়োজন

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শিগগিরই শুরু: নেতানিয়াহু

ইউক্রেন, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে সোমবার ম্যাক্রোঁর বৈঠক

চীন-জাপানের যুদ্ধবিমান সংঘর্ষে নতুন উত্তেজনা

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ইউক্রেন শান্তিচুক্তি ‘শেষ ধাপে’: মার্কিন দূত

বেনিনে সামরিক অভ্যুত্থান, সরকার বিলুপ্ত ঘোষণা