হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

গাজা যুদ্ধ বন্ধ ও ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে নতুন করে আলোচনা করতে বৈঠকে বসতে প্রস্তত হামাস। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের দেওয়া নতুন প্রস্তাবের প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার জন্য ভালো হয়, এমন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে তার প্রশাসন। তিনি জানান, সমস্যা সমাধানে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, যার শর্ত মেনে নিয়েছে ইসরাইল। হামাস যদি শর্ত মানতে অস্বীকৃতি জানায় তাহলে এর পরিণতি ভোগ করতে হবে।

ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় হামাস জানায়, যুদ্ধ বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা কিছু ‘ধারণা’ পেয়েছে।

তারা বলছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে সহায়তা করবে, এমন যেকোনো উদ্যোগকে স্বাগত জানায় হামাস।’

হামাস বলছে, ‘ইসরাইলি বন্দিদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের স্পষ্ট ঘোষণা, গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং গাজা পরিচালনার জন্য একটি স্বাধীন নিরপেক্ষ প্রশাসন গঠন নিয়ে অবিলম্বে আলোচনায় বসতে তারা প্রস্তুত।’

হামাসের হাতে প্রায় ৫০ জন ইসরাইলি বন্দি রয়েছে বলে ধারণা করা হয়। যাদের মধ্যে ২০ জন এখনো জীবিত বলে মনে করছে ইসরাইল।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হামাস ইসরাইলি জিম্মিদের আটকে রেখেছে। এটা একটা সমস্যা। আমরা এই সমস্যা সমাধান করতে চাই। সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে চাই।’

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা