হোম > বিশ্ব

সিরিয়ায় ফের ইসরাইলের বিমান হামলা, দামেস্কের নিন্দা

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

সিরিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। এই বিমান হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

সোমবার গভরিরাতে হোমস ও উপকূলীয় শহর লাতাকিয়ায় হামলা চালায় ইসরাইল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি হামলাকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে।

লাতাকিয়ায় একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ছুটে যাওয়ার শব্দ শোনা গেছে। যদিও সেই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হামলার বিষয়ে ইসরাইলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছিলেন, ‘ইসরাইলের নিরাপত্তার জন্য তাদের বাহিনী দিনরাত সকল যুদ্ধক্ষেত্রে কাজ করছে।’

গত ডিসেম্বরে সাবেক প্রেসিনেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরাইল সিরিয়াজুড়ে অনেকগুলো হামলা চালিয়েছে।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ‘হোমসের কাছে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে।’

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, এই বছর ইসরাইল সিরিয়ায় ৯৭টি হামলা চালিয়েছে। এরমধ্যে ৮৬টি বিমান হামলা এবং ১১টি স্থল অভিযান।

আরএ

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

হত্যার হুমকি পাওয়ায় ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই