হোম > বিশ্ব

নিউ ইয়র্কের ভাবী ফার্স্ট লেডি পেশায় একজন শিল্পী

বিনোদন ডেস্ক

নিউইয়র্কের ভাবী ফার্স্ট লেডি রমা দুওয়াজি পেশায় একজন শিল্পী। অ্যানিমেশন ও ইলাস্ট্রেশনের কাজ করেন তিনি। সিরিয় অভিবাসী পরিবারে তার জন্ম। রমার ওয়েবসাইটে বলা আছে, তার কাজ বেশির ভাগ ডিজিটাল মাধ্যমে দেখা যায়।

ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্কারসহ বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলোয় তার কাজ প্রকাশিত হয়ে আসছে।

১৯৯৭ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে জন্ম রমার। নিউইয়র্ক টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরীয় মা–বাবার সঙ্গে রমা মাত্র ৯ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমান।

২০২১ সালে রমা নিউইয়র্কে থিতু হন। ভর্তি হন নিউইয়র্ক স্কুল অব ভিজ্যুয়াল আর্টসে। সেখান থেকে ২০২৪ সালে তিনি ফাইন আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

গত এপ্রিলে ওয়াইইউএসজিতে এক সাক্ষাৎকারে রমা বলেছিলেন, তার শৈল্পিক কাজগুলো মূলত গভীর আবেগের বহিঃপ্রকাশ। আজকাল আমি আমার অভিজ্ঞতা ও পছন্দের বিষয় নিয়ে শিল্পসৃষ্টিতে মনোনিবেশ করেছি, বলেন রমা।

গত মে মাসে জোহরান মামদানি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তার স্ত্রীর বিরুদ্ধে অনলাইনে চলা ট্রল ও রাজনৈতিক আক্রমণের বিষয়ে কথা বলেন। তরুণ এই রাজনীতিক লেখেন, এখন ডানপন্থী ট্রলকারীরা তার (রমা) বিরুদ্ধে লেগেছে।

স্ত্রীর পাশে দাঁড়িয়ে জোহরান মামদানি আরও লেখেন, রমা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী। নিজের মতো করে পরিচিতি পাওয়ার যোগ্যতা তার আছে। আপনি আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমার পরিবারের নয়।’

ইতিহাস গড়ে নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচিত হওয়া জোহরান মামদানির স্ত্রী রমা দুওয়াজি। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি।

তিনি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম নেওয়া এবং ১৮৯২ সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র।

গাজায় শিগগিরই মোতায়েন হচ্ছে আন্তর্জাতিক বাহিনী: ট্রাম্প

রাফায় আটকে পড়া হামাস যোদ্ধাদের সমঝোতার প্রস্তাব মিশরের

ভিয়েতনামে টাইফুন কালমেগির আঘাত, নিহত ৩

ইরানে ইসরাইলি হামলার নেতৃত্বে ছিলাম আমি: ট্রাম্প

সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো জাতিসংঘ

মার্কিন কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

হাওয়াইয়ে দ্বীপপুঞ্জে ড্রোনের মাধ্যমে ফেলা হচ্ছে মশা, কারণ কী

গাজা ট্রাইব্যুনালে জনগণের রায়: দায়বদ্ধতার প্রশ্নে বিশ্বকে চ্যালেঞ্জ

মামদানির স্ত্রীর সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন?

সিরিয়ার বিমানঘাঁটিতে সামরিক উপস্থিতির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের