তাইওয়ানে আজ সোমবার ৫.৩ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিট ৫৫ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পটি মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানের তাইচুং শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার পূর্ব দিকে এবং হুয়ালিয়েন সিটি থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এই অঞ্চলগুলো জনবহুল হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে এখন পর্যন্ত বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি আন্তর্জাতিক সিসমোলজিক্যাল সেন্টারগুলো যেমন, তাইপেইর সেন্ট্রাল ওয়েদার ব্যুরো, জার্মানির পটসডামের জিওফোর্সচুংসজেন্ট্রুম (জিএফজেড), মালয়েশিয়ার মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং ফ্রান্সের ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) দ্বারা পর্যবেক্ষণ করা হয়েছে।
তাইওয়ান প্রায়শই ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এলাকা, কারণ এটি প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত। তাই স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং ভবিষ্যতে আর কোনো আফটারশক (পরবর্তী কেঁপে ওঠা) এর জন্য প্রস্তুত থাকতে বলেছে।
সূত্র: ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র
এসআর